ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মোটরসাইকেল যোগে আসেন দুর্বৃত্তরা। এরপর পরপর তিনটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যান। এসময় বিস্ফোরণের বিকট শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্রতিটি হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাস্পাসে মিছিল নিয়ে মহড়া দিতে দেখা যায়। পরে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, জড়িতদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। আশা করি সিসিটিভি ক্যামেরা দেখে দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের সাথেও বিষয়টি নিয়ে আলাপা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাউকে চিহ্নিত করতে পারলে পুলিশের সহায়তায় যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন