আলকামা রমিন, খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ এএম
অনলাইন সংস্করণ

রাতের ক্রিকেট বনাম এক হওয়া

রাতের ক্রিকেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে। ছবি : কালবেলা
রাতের ক্রিকেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে। ছবি : কালবেলা

রাতের ক্রিকেট এখন আর নতুন কিছু নয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপর বাণিজ্যিক প্রভাবের মাত্রা বেড়ে যাওয়ায় রাতের (ডে-নাইট ম্যাচ) ক্রিকেট ম্যাচ বাড়ছে, সেই সঙ্গে জনপ্রিয়তাও অর্জন করেছে এই ক্রিকেট।

টাকা আয়ের জন্য আইপিল এখন ক্রিকেটারদের কাছে তুমুল জনপ্রিয়। এরই পথ ধরে বাংলাদেশেও শুরু হচ্ছে বিপিএল। আর এসব ম্যাচ হচ্ছে রাতে। টাকা কিংবা অর্থকড়ি ছাড়াও যে রাতের ক্রিকেট হচ্ছে। কিন্তু মোটেই তা আইপিএল কিংবা বিপিএলের মতো করে নয়। এখানে অর্থ আয়ের কোনো উদ্দেশ্যও নেই। শুধু নির্মল আনন্দের জন্যই রাতের ক্রিকেট জনপ্রিয় হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল, বাংলা বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা ছয়টি দলে ভাগ হয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলছে। খাজা হলের গোল চত্ত্বরে পাদদেশের সামনের জায়গার রাস্তাকে পিচ বানিয়ে চলছে এই খেলা। সুমন, আসাদ, আলিম, সুকুমার, ফরহাদ,ফিরোজ, তাশরিক, রাসেল অর্নব, অয়ন, অলোকেশ, আবির, শেদরিল, সবুজ, শাহরিয়া, জয়দেব, সাকিব, শুভ, সবুজ, মামুন ও মেহেদীসহ ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী ছয় দলে ভাগ হয়ে খেলছে। এদের কেউ বাংলা বিভাগের সদ্য ভর্তি হওয়া নতুন ছাত্র আবার কেউবা বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করবেন।

৬ ওভার করে ৬ দলীয় টুর্নামেন্ট। রাতে এ খেলায় ব্যবহৃত হয় সাদা বল। ওরা টেনিস বলের ওপর সাদা টেপ পেঁচিয়ে বানিয়ে ফেলেছে সাদা ক্রিকেট বল। একপ্রান্ত থেকে বল করছে বোলার। অন্যপ্রান্তে ব্যাটসম্যানরা বিশ্ববিদ্যালয়ের উচুঁ উচুঁ খাম্বার ওপর লাগানো বাতির আলোয় অনায়াসে খুব সতর্কে চার আর রান নেওয়ার পায়তারা করছে। অনেকে আবার ছক্কা মেরে খাজা হলের উচু বিল্ডিংয়ে আঁচড়ে ফেলছে এবং সাথে সাথে আম্পেয়ার আঙ্গুল উঁচু করে আউট বলে ঘোষণা দিচ্ছেন। এভাবেই মধ্য রাতে তুমুল উত্তেজনার খেলায় মুখরিত খাজার গোল চত্ত্বর। খেলার ফাঁকে ওদের সঙ্গে কথা বলেছি। কয়েকজনের নামও জেনেছি। ওই বিভাগে সদ্য ভর্তি হওয়া মেহেদী কথা বলার ভিতর চোখ ছল ছল, ভয় ও জড়তা লক্ষণীয়। কিন্তু এ লক্ষণ সিনিয়রদের ভয় কিংবা আদেশে নয়, তার কথা বলার অপরিপক্কতায় এ লক্ষণগুলো দেখা দিয়েছে।

তিনি বলেন, আমি জানতাম রাতে সিনিয়ররা ডাকা মানে সেটা খুব ভীতিকর বিষয়। সিনিয়র জুনিয়র বন্ডিং, আনন্দ, উল্লাস, সুন্দর একটা সময় কাটানো, খেলায় কোন ভুল হলে সিনিয়াররা সঙ্গে সঙ্গে তা ধরিয়ে দিচ্ছেন, যা খেলাকে আরও প্রাণবন্ত করছে। সবকিছু মেলাই আমার ধারণা আজ ভুল প্রমাণিত হলো।

উপরের সকল বর্ষের শিক্ষার্থীরা জানান, আপনারা যদি ভাবেন যে আমরা সময় নষ্ট করছি, তাহলে এটা আপনার ভুল ধারণা। পড়ালেখার পাশাপাশি যেমন আনন্দ খেলাধুলা আত্মাবশ্যকীয় তেমনি ক্যাম্পাসে চলতে সিনিয়র জুনিয়র বন্ডিংটা খুবই প্রয়োজন। বিপদে আপদে যেন সবাই সবার পাশে থাকা পাশাপাশি নতুনদের সাথে পরিচিতি লাভের মাধ্যম হিসেবে আজকের ক্রিকেট টুর্নামেন্টটি অনেক গুরুত্ববহ।

কি এক অজানা স্বার্থে সবাই এক হওয়া আবার একে একে সবাই চলে যাওয়া। আসাদ, আলিম, সুমন, ফিরোজ, সুকুমার, তাশরীক, ফরহাদ, রাসেল, অর্নব পড়ালেখার অন্তিম পর্যায়ে কোনো অপরাধে তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন। তারা চান সিনিয়র জুনিয়র সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এ ক্যাম্পাস যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তারা শুধুই নির্মল আনন্দ এবং বাংলা পরিবারের সামনের দিনগুলো যেন আরও একনিষ্ঠ ও একতাবদ্ধ একটি ক্রিকেট টিম হিসাবে থাকতে পারে। সেজন্য ক্রিকেট ব্যাট ও টেপটেনিস নিয়ে খাজার গোলচত্ররে এসেছিল খেলতে।

উল্লেখ্য, বাংলা বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের সহযোগিতায়, সদ্য শেষ করা প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারিদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ আহত ৪

আপনার মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছে, এমন কিছু সতর্ক সংকেত

সায়েদুর রহমানকে ফের বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন 

বছরে এক উপজেলায় ৩০ জনের অপমৃত্যু

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা

দুর্বৃত্তের হাতে যুবক হত্যা

বছরের শুরুতে ‘জোড়া সুখবর’ দিলেন অধরা

নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি

১০

সুন্দরবনে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা

১১

কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

১২

অপারেশন ডেভিড হান্টে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

১৩

সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপস করেননি : বাবর 

১৪

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৫

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

১৬

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১৭

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় নিশ্চিত করতে চায় বিএনপি

১৮

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি, শীতে কাবু জনজীবন

১৯

বছরের শুরুতেই সম্পদ বাড়ানোর জন্য সেরা কিছু পরামর্শ

২০
X