ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ইবি সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের (ঐক্যমঞ্চ) নতুন কক্ষ বরাদ্দ ও উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) দ্বিতীয় তলায় বরাদ্দকৃত ২০৮ নম্বর কক্ষ উদ্বোধন করেন টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ।
এ সময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াসিরুল কবির সৌরভ ও সদস্য সচিব রাবেয়া খাতুনের নেতৃত্বে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যানলাইটেন্ড সোসাইটির সভাপতি এ এইচ এম ওয়ালীউল্লাহ, রোটার্যাক্ট ক্লাব ইসলামিক ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল, সিওয়াইবি ইবি শাখার সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক রাকিব রিফাত এবং বুননের সভাপতি নাহিদুর রহমানসহ ঐক্যমঞ্চের অন্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঐক্যমঞ্চের সদস্য সচিব রাবেয়া খাতুন বলেন, ঐক্যমঞ্চের নির্দিষ্ট কক্ষ হওয়ায় এর আওতাধীন সকল সংগঠন তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সক্ষম হবে। পাশাপাশি, এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে একধাপ এগিয়ে নিবে বলে আমি আশা করি।
সংগঠনটির আহ্বায়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ঐক্যমঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি জোটবদ্ধ সংগঠন। এতে প্রায় ২২ টির অধিক সামজিক ও সাংস্কৃতিক সংগঠন যুক্ত আছে। সকল সংগঠনের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল তাদের একটি নির্দিষ্ট কক্ষের। দীর্ঘদিন পর সেই প্রতীক্ষার অবসান ঘটল আজ। এতে করে সংগঠনগুলোর শিক্ষার্থীকেন্দ্রিক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে ও প্রগতিশীল সংস্কৃতি চর্চায় উজ্জীবিত হবে।
মন্তব্য করুন