বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া নীতিনির্ধারণীর ক্ষমতা পেয়েছেন। তিনি রুটিন দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
বুধবার (২৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভা, ফিন্যান্স কমিটি, একাডেমিক কাউন্সিল, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, ভর্তি ও পুনঃভর্তি সংক্রান্ত কার্যাদি পরিচালনা করতে পারবেন। এ বিষয়ে উপাচার্যকে নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ৮ নভেম্বরে অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে রুটিন দায়িত্ব উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
মন্তব্য করুন