বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে রিঅ্যাক্ট দেওয়ায় মারামারি

ক্ষমা চেয়ে সহপাঠীকে বুকে টেনে নেন। ছবি : কালবেলা
ক্ষমা চেয়ে সহপাঠীকে বুকে টেনে নেন। ছবি : কালবেলা

ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর মধ্যকার মারামারির ঘটনা অবশেষে প্রক্টর অফিস পর্যন্ত গড়িয়েছে। আজ শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত ওই দুই শিক্ষার্থীকে নিয়ে আলোচনায় বসেন শিক্ষকবৃন্দ। সেখানে অভিযুক্ত দুজন একে অন্যের কাছে নিঃশর্ত ক্ষমা চান। ঐ ঘটনায় চোখে আঘাতপ্রাপ্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জাকির হোসেনকে চিকিৎসা ব্যয় বাবদ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন সহপাঠী শান্ত ইসলাম আরিফ।

জানা যায়, শনিবার সন্ধ্যায় আলোচিত এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিজ কার্যালয়ে ডাকেন প্রক্টর ড. মো আবদুল কাইউম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. তানভীর কায়ছার। মারামারির ঘটনায় দুজন শিক্ষার্থীই একে অন্যের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এ ব্যাপারে নবনিযুক্ত প্রক্টর ড. মো. আবদুল কাইউম বলেন, বিশ্ববিদ্যালয়ে বিচারহীনতার সংস্কৃতির ইতি টানা হবে। কোনো ঘটনার বিচার হবে না এমনটা আর হতে দেওয়া হবে না। সেই ধারাবাহিকতায় ফেসবুকে দুই বন্ধুর রিঅ্যাক্ট দেওয়া নিয়ে যে হাতাহাতির ঘটনা ঘটেছে সেই বিষয়ে দুই পক্ষকে নিয়েই বসেছি। তারা একে অন্যের কাছে ক্ষমা চেয়েছে এবং চোখে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীকে চিকিৎসা খরচ বাবদ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

আহত জাকির হোসেন বলেন, আমরা দুজনই দুজনার বন্ধু এবং সহপাঠী। তাই বিষয়টি আমি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি এবং আমার আঘাতকারীকে আমি ক্ষমা করে দিয়েছি। প্রক্টর স্যার আমাদের ডেকেছিলেন এবং দুজনকে মিলিয়ে দিয়েছেন।

আর শান্ত ইসলাম আরিফ বলেন, তৎক্ষণাৎ উত্তেজনায় আমি একটি ভুল করেছি। বিষয়টি এতদূর গড়াবে সেটি বুঝতে পারিনি। দিনশেষে আমরা দুজন বন্ধু। তাই বন্ধুত্বের জায়গা থেকে বিষয়টিকে আর টেনে নিতে চাইনি। জাকিরের চিকিৎসা খরচের সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করব। এরই মধ্যে তাকে চিকিৎসা খরচের অর্ধেক টাকা দিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ফেসবুকে হা হা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর মাঝে মারামারির ঘটনা ঘটে গত ২৫ ডিসেম্বর রাত ১০টায়। ওই ঘটনায় আহত হন মারামারিতে জড়ানো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ২ শিক্ষার্থী। আহতরা হলেন একই বিভাগের সহপাঠী শান্ত ইসলাম আরিফ এবং জাকির হোসেন।

শান্ত ইসলাম আরিফের ছবিতে জাকির হোসেন হা হা রিঅ্যাক্ট দেওয়ায় দুজনের মাঝে মেসেঞ্জারে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্যাম্পাস সংলগ্ন ভোলা রোডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুজন হাতাহাতিতে জড়ায়। অভিযোগ ওঠে জাকির হোসেনের মুখমণ্ডলে ঘুষি মারেন শান্ত অপরদিকে শান্তর হাতের আঙুলে কামড় দেয় জাকির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X