জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই উপহার দিয়েছেন। তোমাদের পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্যই এটি করা হয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন এ রকম ছাত্রবান্ধব রাষ্ট্রপ্রধানেরা ছিলেন না। সেদিক থেকে এ প্রজন্মের শিশুরা অনেক ভাগ্যবান।
শিশুদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমাদের বঙ্গবন্ধু, জাতীয় সংগীত ও জাতীয় পতাকাকে সবসময় অন্তরে লালন করতে হবে। দেশের মানুষ ও প্রকৃতিকে ভালোবাসতে হবে। আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন এক তারিখে বই পাইনি। সেগুলো পুরোনো কিনতে হয়েছে, কখনো নতুন কিনতে হয়েছে। কিন্তু এখন তোমরা বছরের প্রথম দিনই একেবারে নতুন বই পাচ্ছো।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এ সময় ছাত্র উপদেষ্টা, স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার।
মন্তব্য করুন