মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বুটেক্সে সাংবাদিক হেনস্তার অভিযোগ

বুটেক্স ক্যাম্পাস। ছবি : কালবেলা
বুটেক্স ক্যাম্পাস। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) এলাকাভিত্তিক দ্বন্দ্বের জেরে সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল্লাহিল কাফী দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি এবং বুটেক্স সাংবাদিক সমিতির অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ ইকবাল এবং একই বিভাগের তার সহপাঠী সৌরভ চৌহান ও সাংবাদিক আব্দুল্লাহিল কাফী ল্যাব শেষ করে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রসায়ন ল্যাবের সামনে কয়েকজন তাদের গতি রোধ করে এবং অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক কাফী ঝামেলা না করে মিটমাটের কথা বললে তার ওপরও হামলা চালানো হয়।

হামালার শিকার আব্দুল্লাহিল কাফী বলেন, আমি আর আসিফ এসিওয়াইএম (ACYM) ল্যাব শেষ করে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এ সময় কেমিস্ট্রি ল্যাবের সামনে আসলে কয়েকজন আসিফের দিকে তেড়ে আসে। এরপর কয়েকজন মিলে তাকে বেধড়ক মারে। পরে আমি আটকাতে গেলে কয়েকজন পেছন থেকে আমার ওপর হামলা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহিম ও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আলিফ বলেন, আমি ক্লাস শেষ করে যাচ্ছিলাম। দেখি কাফীকে কয়েকজন পেছন থেকে আঘাত করছে, যার মধ্যে তৌহিদ আলামিন ও জোবায়ের মাহমুদ উপস্থিত ছিল।

হামলায় আহত ৪৬তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের আসিফ বলেন, আমি, কাফী আর সৌরভ ল্যাব শেষ করে যাচ্ছিলাম। পরে কেমিস্ট্রি ল্যাবের সামনে আসলে আলফায়েদ আকাশ, নির্জন, দিপুসহ আরও অনেকে আমার দিকে তেড়ে আসে। পরে কাফী ও সৌরভ তাদের আটকাতে গেলে তাদেরকে ধাক্কা দিয়ে আমার ওপর হামলা চালায়। পরে আরেক সহপাঠী লিখন আটকাতে গেলে তার ওপরও হামলা করে।

এ ঘটনায় অভিযুক্ত আলফায়েদ আকাশকে ফোন দিলে সাংবাদিক পরিচয় জানতে পেয়ে কল কেটে দেয় এবং পরে আর ফোন ধরেনি। আরেক অভিযুক্ত ইশরাক জাহান দিপুর সাথে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় যায়যায়দিনের সাংবাদিক কাফী এবং হামলার শিকার হওয়া আসিফ ইকবাল প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ক্যাম্পাসে মারামারি এবং সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রক্টর ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি এবং এ রকম এলাকা ইস্যু নিয়ে মারামারি করা খুবই দুঃখজনক ব্যাপার। ভিকটিমের পক্ষ থেকে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা তাদের আইডি, ডিপার্টমেন্ট শনাক্ত করছি। দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। আমরা তেজগাঁও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এ রকম কিছু যেন ঘটনা না ঘটে আমরা সে বিষয়ে সতর্ক আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১০

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১১

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১২

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

১৩

তসবিহ হাতে খুনিদের ফাঁসি চাইলেন ইমরানের মা

১৪

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

১৫

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে গুলি

১৬

সৌদিতে ভারী বৃষ্টিতে ভূমিধস

১৭

কিশোর গ্যাং সংস্কৃতি দমনে মাঠ ভিত্তিক ক্রীড়া পরিচালনার আহ্বান চসিক মেয়রের

১৮

আইইএলটিএসে ৮০ হাজার প্রার্থীর ভুল ফলাফল, বাংলাদেশে প্রশ্নফাঁস

১৯

ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

২০
X