বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বুটেক্সে সাংবাদিক হেনস্তার অভিযোগ

বুটেক্স ক্যাম্পাস। ছবি : কালবেলা
বুটেক্স ক্যাম্পাস। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) এলাকাভিত্তিক দ্বন্দ্বের জেরে সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল্লাহিল কাফী দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি এবং বুটেক্স সাংবাদিক সমিতির অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ ইকবাল এবং একই বিভাগের তার সহপাঠী সৌরভ চৌহান ও সাংবাদিক আব্দুল্লাহিল কাফী ল্যাব শেষ করে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রসায়ন ল্যাবের সামনে কয়েকজন তাদের গতি রোধ করে এবং অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক কাফী ঝামেলা না করে মিটমাটের কথা বললে তার ওপরও হামলা চালানো হয়।

হামালার শিকার আব্দুল্লাহিল কাফী বলেন, আমি আর আসিফ এসিওয়াইএম (ACYM) ল্যাব শেষ করে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এ সময় কেমিস্ট্রি ল্যাবের সামনে আসলে কয়েকজন আসিফের দিকে তেড়ে আসে। এরপর কয়েকজন মিলে তাকে বেধড়ক মারে। পরে আমি আটকাতে গেলে কয়েকজন পেছন থেকে আমার ওপর হামলা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহিম ও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আলিফ বলেন, আমি ক্লাস শেষ করে যাচ্ছিলাম। দেখি কাফীকে কয়েকজন পেছন থেকে আঘাত করছে, যার মধ্যে তৌহিদ আলামিন ও জোবায়ের মাহমুদ উপস্থিত ছিল।

হামলায় আহত ৪৬তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের আসিফ বলেন, আমি, কাফী আর সৌরভ ল্যাব শেষ করে যাচ্ছিলাম। পরে কেমিস্ট্রি ল্যাবের সামনে আসলে আলফায়েদ আকাশ, নির্জন, দিপুসহ আরও অনেকে আমার দিকে তেড়ে আসে। পরে কাফী ও সৌরভ তাদের আটকাতে গেলে তাদেরকে ধাক্কা দিয়ে আমার ওপর হামলা চালায়। পরে আরেক সহপাঠী লিখন আটকাতে গেলে তার ওপরও হামলা করে।

এ ঘটনায় অভিযুক্ত আলফায়েদ আকাশকে ফোন দিলে সাংবাদিক পরিচয় জানতে পেয়ে কল কেটে দেয় এবং পরে আর ফোন ধরেনি। আরেক অভিযুক্ত ইশরাক জাহান দিপুর সাথে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় যায়যায়দিনের সাংবাদিক কাফী এবং হামলার শিকার হওয়া আসিফ ইকবাল প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ক্যাম্পাসে মারামারি এবং সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রক্টর ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি এবং এ রকম এলাকা ইস্যু নিয়ে মারামারি করা খুবই দুঃখজনক ব্যাপার। ভিকটিমের পক্ষ থেকে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা তাদের আইডি, ডিপার্টমেন্ট শনাক্ত করছি। দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। আমরা তেজগাঁও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এ রকম কিছু যেন ঘটনা না ঘটে আমরা সে বিষয়ে সতর্ক আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার তাপমাত্রা আজ কেমন থাকবে

আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ছায়ানট

গোপনে ইসরায়েলের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করেছে আমিরাত

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে হাদির গায়েবানা জানাজা

ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ : রহমাতুল্লাহ

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

লন্ডন থেকে দেশে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

ওসমান হাদি হত্যাকাণ্ডে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা

পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে বিজিবি : প্রধান উপদেষ্টা  

১০

হাদির জানাজা আজ কখন কোথায়

১১

হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

১২

সিরিয়ার একাধিক গোষ্ঠী-ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

১৩

টিভিতে আজকের যত খেলা

১৪

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

১৫

গাজায় এখনো মারাত্মক খাদ্য সংকটে রয়েছে মানুষ

১৬

দেশের স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত সেবক : সেলিমুজ্জামান

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

১৯

ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০
X