বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বুটেক্সে সাংবাদিক হেনস্তার অভিযোগ

বুটেক্স ক্যাম্পাস। ছবি : কালবেলা
বুটেক্স ক্যাম্পাস। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) এলাকাভিত্তিক দ্বন্দ্বের জেরে সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল্লাহিল কাফী দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি এবং বুটেক্স সাংবাদিক সমিতির অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ ইকবাল এবং একই বিভাগের তার সহপাঠী সৌরভ চৌহান ও সাংবাদিক আব্দুল্লাহিল কাফী ল্যাব শেষ করে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রসায়ন ল্যাবের সামনে কয়েকজন তাদের গতি রোধ করে এবং অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক কাফী ঝামেলা না করে মিটমাটের কথা বললে তার ওপরও হামলা চালানো হয়।

হামালার শিকার আব্দুল্লাহিল কাফী বলেন, আমি আর আসিফ এসিওয়াইএম (ACYM) ল্যাব শেষ করে ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এ সময় কেমিস্ট্রি ল্যাবের সামনে আসলে কয়েকজন আসিফের দিকে তেড়ে আসে। এরপর কয়েকজন মিলে তাকে বেধড়ক মারে। পরে আমি আটকাতে গেলে কয়েকজন পেছন থেকে আমার ওপর হামলা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহিম ও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আলিফ বলেন, আমি ক্লাস শেষ করে যাচ্ছিলাম। দেখি কাফীকে কয়েকজন পেছন থেকে আঘাত করছে, যার মধ্যে তৌহিদ আলামিন ও জোবায়ের মাহমুদ উপস্থিত ছিল।

হামলায় আহত ৪৬তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের আসিফ বলেন, আমি, কাফী আর সৌরভ ল্যাব শেষ করে যাচ্ছিলাম। পরে কেমিস্ট্রি ল্যাবের সামনে আসলে আলফায়েদ আকাশ, নির্জন, দিপুসহ আরও অনেকে আমার দিকে তেড়ে আসে। পরে কাফী ও সৌরভ তাদের আটকাতে গেলে তাদেরকে ধাক্কা দিয়ে আমার ওপর হামলা চালায়। পরে আরেক সহপাঠী লিখন আটকাতে গেলে তার ওপরও হামলা করে।

এ ঘটনায় অভিযুক্ত আলফায়েদ আকাশকে ফোন দিলে সাংবাদিক পরিচয় জানতে পেয়ে কল কেটে দেয় এবং পরে আর ফোন ধরেনি। আরেক অভিযুক্ত ইশরাক জাহান দিপুর সাথে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় যায়যায়দিনের সাংবাদিক কাফী এবং হামলার শিকার হওয়া আসিফ ইকবাল প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ক্যাম্পাসে মারামারি এবং সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রক্টর ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি এবং এ রকম এলাকা ইস্যু নিয়ে মারামারি করা খুবই দুঃখজনক ব্যাপার। ভিকটিমের পক্ষ থেকে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা তাদের আইডি, ডিপার্টমেন্ট শনাক্ত করছি। দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। আমরা তেজগাঁও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এ রকম কিছু যেন ঘটনা না ঘটে আমরা সে বিষয়ে সতর্ক আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক

কাজ থাকলে মৌসুমী-মাহিরা দেশ ছাড়ত না : মিশা সওদাগর

সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

তপশিল : রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে আহ্বান ১০ ডিসেম্বর

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন, প্রত্যাশা ফারুকের

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষ / ১৫ দিন আগে দেশে আসা মামুনের জীবন গেল গুলিতে

বাংলাদেশ দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

১০

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

১১

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

১২

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

১৩

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র 

১৪

নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান ঢাকা ডিসির

১৫

গুগল ক্রোমে অটোফিল এখন আরও সহজ

১৬

ভিড়ের মাঝেও আলাদা ‘স্পর্শিয়া’

১৭

যুদ্ধবিমানে রাডার লক, চীনের রাষ্ট্রদূতকে তলব করল জাপান

১৮

জামায়াত আমির / নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে

১৯

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে

২০
X