সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
গবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারের গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, পত্রিকায় প্রকাশিত ফিচার প্রদর্শনী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণবিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বাদামতলা এবং প্রশাসনিক ভবন ঘুরে মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গবিসাসের বর্তমান ও সাবেক নেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে গবিসাসের কার্যালয়ের পাশে ব্যাডমিন্টন কোটে ফিতা কেটে বিভিন্ন সময়ে গণবিশ্ববিদ্যালয় নিয়ে পত্রিকায় প্রকাশিত ফিচার প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজির আহমদ।

এ ছাড়া এসময় কেক কাটা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসোরেন্স সেলের (আইকিএসসি) কনফারেন্স কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, প্রধান আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এবং বিশেষ আলোচক হিসেবে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান বক্তব্য দেন।

গবিসাসের একাদশ কমিটির পরামর্শক পর্ষদের সদস্য সচিব রিফাত মেহেদী, সভাপতি আখলাক ই রাসুল ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজী বিভাগের সভাপতি ফুয়াদ হোসেন বক্তব্য দেন। সঞ্চালনা করেন গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি ও সদস্য তাহমিদ হাসান। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন গণ বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাব ও গবিসাসের সাবেক ও বর্তমান নেতারা।

আলোচনাসভায় সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা চাইলে সমাজের বিভিন্ন অসঙ্গতির ইতিবাচক সমাধানের বিষয়গুলো তুলে ধরে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়া সাংবাদিকতার অপব্যবহারের মধ্য দিয়ে অনেকের ভবিষ্যত ধ্বংস হতে পারে। এসব বিষয়ে সকল সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গবিসাসের সকল সদস্যকে কাজ করতে হবে। নেতিবাচক বিষয়গুলো তুলে ধরার মধ্য দিয়ে বিষয়গুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। এবিষয়ে আমার কোনো অভিযোগ নাই। আমি বিশ্বাস করি গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন শামসুজ্জামান। তিনি সাংবাদিকতার সাম্প্রতিক চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তুলে ধরেন।

আলোচনাসভা শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ২০২৩-২৪ সেশনের জন্য তিন সদস্যবিশিষ্ট ‘গবিসাস পরামর্শক পরিষদ’ ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

ইতালিতে জরুরি অবস্থা জারি

মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন

১০

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

১১

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

১২

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

১৩

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৪

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

১৬

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৭

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

১৮

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X