সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
গবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারের গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, পত্রিকায় প্রকাশিত ফিচার প্রদর্শনী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণবিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বাদামতলা এবং প্রশাসনিক ভবন ঘুরে মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গবিসাসের বর্তমান ও সাবেক নেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে গবিসাসের কার্যালয়ের পাশে ব্যাডমিন্টন কোটে ফিতা কেটে বিভিন্ন সময়ে গণবিশ্ববিদ্যালয় নিয়ে পত্রিকায় প্রকাশিত ফিচার প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজির আহমদ।

এ ছাড়া এসময় কেক কাটা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসোরেন্স সেলের (আইকিএসসি) কনফারেন্স কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, প্রধান আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এবং বিশেষ আলোচক হিসেবে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান বক্তব্য দেন।

গবিসাসের একাদশ কমিটির পরামর্শক পর্ষদের সদস্য সচিব রিফাত মেহেদী, সভাপতি আখলাক ই রাসুল ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজী বিভাগের সভাপতি ফুয়াদ হোসেন বক্তব্য দেন। সঞ্চালনা করেন গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি ও সদস্য তাহমিদ হাসান। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন গণ বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাব ও গবিসাসের সাবেক ও বর্তমান নেতারা।

আলোচনাসভায় সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা চাইলে সমাজের বিভিন্ন অসঙ্গতির ইতিবাচক সমাধানের বিষয়গুলো তুলে ধরে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়া সাংবাদিকতার অপব্যবহারের মধ্য দিয়ে অনেকের ভবিষ্যত ধ্বংস হতে পারে। এসব বিষয়ে সকল সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গবিসাসের সকল সদস্যকে কাজ করতে হবে। নেতিবাচক বিষয়গুলো তুলে ধরার মধ্য দিয়ে বিষয়গুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। এবিষয়ে আমার কোনো অভিযোগ নাই। আমি বিশ্বাস করি গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন শামসুজ্জামান। তিনি সাংবাদিকতার সাম্প্রতিক চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তুলে ধরেন।

আলোচনাসভা শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ২০২৩-২৪ সেশনের জন্য তিন সদস্যবিশিষ্ট ‘গবিসাস পরামর্শক পরিষদ’ ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

১০

স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

১১

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য

১২

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

১৩

প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

১৪

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৫

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

১৬

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

১৭

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

১৮

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

১৯

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

২০
X