সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
গবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারের গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, পত্রিকায় প্রকাশিত ফিচার প্রদর্শনী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণবিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বাদামতলা এবং প্রশাসনিক ভবন ঘুরে মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গবিসাসের বর্তমান ও সাবেক নেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে গবিসাসের কার্যালয়ের পাশে ব্যাডমিন্টন কোটে ফিতা কেটে বিভিন্ন সময়ে গণবিশ্ববিদ্যালয় নিয়ে পত্রিকায় প্রকাশিত ফিচার প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজির আহমদ।

এ ছাড়া এসময় কেক কাটা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসোরেন্স সেলের (আইকিএসসি) কনফারেন্স কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, প্রধান আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এবং বিশেষ আলোচক হিসেবে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান বক্তব্য দেন।

গবিসাসের একাদশ কমিটির পরামর্শক পর্ষদের সদস্য সচিব রিফাত মেহেদী, সভাপতি আখলাক ই রাসুল ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজী বিভাগের সভাপতি ফুয়াদ হোসেন বক্তব্য দেন। সঞ্চালনা করেন গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি ও সদস্য তাহমিদ হাসান। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন গণ বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাব ও গবিসাসের সাবেক ও বর্তমান নেতারা।

আলোচনাসভায় সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা চাইলে সমাজের বিভিন্ন অসঙ্গতির ইতিবাচক সমাধানের বিষয়গুলো তুলে ধরে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়া সাংবাদিকতার অপব্যবহারের মধ্য দিয়ে অনেকের ভবিষ্যত ধ্বংস হতে পারে। এসব বিষয়ে সকল সাংবাদিকদের সচেতন থাকতে হবে।

উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গবিসাসের সকল সদস্যকে কাজ করতে হবে। নেতিবাচক বিষয়গুলো তুলে ধরার মধ্য দিয়ে বিষয়গুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। এবিষয়ে আমার কোনো অভিযোগ নাই। আমি বিশ্বাস করি গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন শামসুজ্জামান। তিনি সাংবাদিকতার সাম্প্রতিক চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তুলে ধরেন।

আলোচনাসভা শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ২০২৩-২৪ সেশনের জন্য তিন সদস্যবিশিষ্ট ‘গবিসাস পরামর্শক পরিষদ’ ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১০

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১১

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১২

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৩

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৪

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৫

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৭

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৮

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৯

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

২০
X