সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সিকৃবিতে আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট বর্জন

আব্দুস সামাদ আজাদ হলের মাঠ। ছবি : কালবেলা
আব্দুস সামাদ আজাদ হলের মাঠ। ছবি : কালবেলা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৩-২৪ আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলের কেন্দ্রীয় দলের খেলোয়াড়রা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শাহ পরাণ (র.) হল বনাম শাহ এম এস কিবরিয়া হলের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও দুটি দলই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠে অনুপস্থিত থাকে। কোনো দলের উপস্তিতি না থাকায় ন পরিত্যক্ত হয় ম্যাচটি।

এ সময় বিশ্ববিদ্যালয় আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ আয়োজক কমিটির সদস্যরা মাঠে অবস্থান করলেও আসতে দেখা যায়নি কোনো দলের খেলোয়াড়দের। পরবর্তীতে দুপুর ২টায় হুমায়ুন রশিদ চৌধুরী হল বনাম আব্দুস সামাদ আজাদ হলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও উভয় দলের অনুপস্থিতিতে এই ম্যাচটিও মাঠে গড়ায়নি।

এ ব্যাপারে সিকৃবি আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. আবু জাফর বেপারীর সঙ্গে যোগাযোগ করতে গেলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলের এক খেলোয়াড় জানান, প্রথমত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার জন্য আমরা ভালোভাবে প্রস্তুতির সুযোগ পাইনি। তারা সম্ভবত তড়িঘড়ি করে দায়সারাভাবে টুর্নামেন্টটি আয়োজন করে ফেলতে চেয়েছে। দ্বিতীয়ত এই মাঠের অবস্থা খুবই খারাপ। মাঠের পাশেই পার্শ্বরাস্তা তৈরির সংস্কার কাজ চলছে। এবং মাঠটিও ক্রিকেট খেলার জন্য যথেষ্ট না। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ খেললে খেলোয়াড়রা যে কোনো ধরণের ইনজুরিতে পড়তে পারে। এমন অবস্থায় টুর্নামেন্ট বর্জন করা ছাড়া আমাদের কিছু করার নেই।

তবে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে শাহ এম এস হলের প্রভোস্ট ড. মো. সাদ উদ্দিন মাহফুজ বলেন, আমরা খেলোয়াড়দের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছি। তবে তারা কেনো মাঠে আসেনি এই বিষয়টি আমাদের কাছে বোধগম্য না। তাদের খেলায় অংশগ্রহণ না করার পিছনে কি কারণ রয়েছে তা আমরা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো।

খেলোয়াড়দের টুর্নামেন্ট বর্জনের বিষয়ে জানতে চাইলে শাহ এ. এম এস কিবরিয়া হলের খেলোয়াড় সঞ্চয় বলেন, ক্রিকেট খেলার মত যে রকম মাঠ দরকার, তা আসলে আমাদের ক্যাম্পাসে নাই। আর যে মাঠটা খেলার জন্য বরাদ্দ ছিল সেটার চারদিকে ড্রেন ও রাস্তা বানিয়ে সংকীর্ণ করে ফেলেছে। পিচের অবস্থা মোটেও খেলার মতো না। বল ঠিকমতো পড়ে না, এমনকি মাঠে অনেক ছোট ছোট ইট-পাথর রয়েছে যা খেলা জন্য আসলে অনুপযোগী।

মাঠে খেলা না গড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সহিত চেয়েছে টুর্নামেন্টটি শুরু হোক। গতকাল পর্যন্তও খেলোয়াড়রা বলেছে তারা খেলবে। হুট করে একরাতের মধ্যে তারা কেনো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলো তা আসলে আমাদের জানা নেই। এইটা যেমন সত্য যে আমাদের মাঠটা একটি ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত বড় না এইটাও সত্য যে অন্যান্য যেকোনো সময়ের থেকে এইবারে মাঠের পিচ এবং আউটফিল্ড আরও ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবুও তাদের মাঠে না আসার বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না।

খেলোয়াড়দের এমন সকল অভিযোগ এনে খেলায় অংশগ্রহণ না করা এবং বিশ্ববিদ্যালয়ের আয়োজক কমিটির তাদের (খেলোয়াড়দের) মাঠে উপস্তিত না হওয়ার কারণ বুঝতে না পারার দোলাচলে টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে ব্যাপাক অনিশ্চয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

পদাবনতি দিয়ে বদলি হলেন সেই কৃষি কর্মকর্তা

১০

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

১১

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

১২

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

১৩

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

১৪

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

১৫

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

১৬

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

১৭

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

১৮

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

১৯

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

২০
X