রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার বলে মন্তব্য করেছেন রাবি প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসু নির্বাচনের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে মেয়েদের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আজকে শিক্ষার্থীদের জন্য ঈদের দিন বলে মনে হচ্ছে। তারা অত্যন্ত আনন্দ-উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের যে এইজ গ্রুপ সে হিসেবে অনেকেরই এটা প্রাতিষ্ঠানিক বা জাতীয় প্রর্যায়ে প্রথম ভোট। তাই উৎসাহও বেশি।’
তিনি আরও বলেন, ‘নারী শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমি অবাক হয়ে গেছি যে পুরুষ শিক্ষার্থীদের যে ভোটকেন্দ্রে তারচেয়ে বেশি জমজমাট মেয়েদের ভোটকেন্দ্রগুলো। মেয়েরা লম্বা লাইন দিয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। এটা আশার কথা যে নারী শিক্ষার্থীরা এগিয়ে আসছে, তারা পিছিয়ে নেই। আসলে আমরা নারীরা পিছিয়ে কথাটা যে বলি এটা আমরা বলতে চাই না।’
প্রক্টর বলেন, ‘সবাই দায়িত্বশীল আচরণই করছে, দিন শেষে সুন্দর একটা নির্বাচন দেখতে পারবো এটাই আমাদের প্রত্যাশা। যেমন আবহাওয়া সুন্দর, তার চেয়ে বেশি আইনশৃঙ্খলার পরিবেশ সুন্দর। আশা করছি, সারাদিন এমন একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’
মন্তব্য করুন