রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে এ পরীক্ষা সম্পন্ন হয়৷ ইউনিটটিতে পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ৫৭৭ জন৷ তাদের মধ্যে ৮২ দশমিক ১২ শতাংশ অর্থাৎ ৬১ হাজার ২৪০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন৷
আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে বিজ্ঞান এবং অ-বিজ্ঞানের ১৫ হাজার ২৯৩ জন, দ্বিতীয় শিফটে ১৫ হাজার ২৭০ জন, তৃতীয় শিফটে ১৫ হাজার ৩০১ জন এবং চতুর্থ শিফটে ১৫ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন৷ এতে উপস্থিতির হার ৮২ দশমিক ১২ শতাংশ অর্থাৎ ৬১ হাজার ২৪০ জন৷ 'সি' ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ৫৭৭ জন৷
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজকে সুষ্ঠুভাবে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ এতে কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ আশা করি, অন্য দুই ইউনিটের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব৷ তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভর্তি পরীক্ষার সার্বক্ষণিক নজরদারি করছেন৷
উল্লেখ্য, আগামীকাল বুধবার 'এ' ইউনিট এবং বৃহস্পতিবার (৭ মার্চ) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
'এ' ইউনিটে আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ জন এবং 'বি' ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন৷ চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় তিন ইউনিট মিলিয়ে বিশেষ কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৪৩৮টি৷ এই আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৮০ টি৷ সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪২ জন ভর্তিচ্ছু৷
মন্তব্য করুন