রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১০:৪২ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ
রাবিতে ভর্তি পরীক্ষা

‘সি’ ইউনিটে উপস্থিতির হার ৮২ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে এ পরীক্ষা সম্পন্ন হয়৷ ইউনিটটিতে পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ৫৭৭ জন৷ তাদের মধ্যে ৮২ দশমিক ১২ শতাংশ অর্থাৎ ৬১ হাজার ২৪০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন৷

আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে বিজ্ঞান এবং অ-বিজ্ঞানের ১৫ হাজার ২৯৩ জন, দ্বিতীয় শিফটে ১৫ হাজার ২৭০ জন, তৃতীয় শিফটে ১৫ হাজার ৩০১ জন এবং চতুর্থ শিফটে ১৫ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন৷ এতে উপস্থিতির হার ৮২ দশমিক ১২ শতাংশ অর্থাৎ ৬১ হাজার ২৪০ জন৷ 'সি' ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ৫৭৭ জন৷

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজকে সুষ্ঠুভাবে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ এতে কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ আশা করি, অন্য দুই ইউনিটের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব৷ তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভর্তি পরীক্ষার সার্বক্ষণিক নজরদারি করছেন৷

উল্লেখ্য, আগামীকাল বুধবার 'এ' ইউনিট এবং বৃহস্পতিবার (৭ মার্চ) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

'এ' ইউনিটে আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ জন এবং 'বি' ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন৷ চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় তিন ইউনিট মিলিয়ে বিশেষ কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৪৩৮টি৷ এই আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৮০ টি৷ সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪২ জন ভর্তিচ্ছু৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ : মোস্তফা ফিরোজ

‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে’

ঢাবি ছাত্রলীগ সেক্রেটারি সৈকত ফের রিমান্ডে 

পদ্মা ব্যাংকে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা 

সম্পদ বিবরণী জারির নোটিশ / অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল দম্পতির বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুদক

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই

সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

শিশুকে অপহরণের পর থানায় অভিযোগের পরামর্শ দেন তারা

১০

চবিতে দুই ছাত্রকে কুপিয়ে ছাদ থেকে ফেলে নির্যাতন

১১

ফোরজি ইন্টারনেট নিয়ে সুখবর, সেপ্টেম্বর থেকে কার্যকর

১২

মানুষের পালানোর সব পথ বন্ধ করতে শহরের চারপাশে দেওয়া হচ্ছে মাটির দেয়াল

১৩

শুধু সৌন্দর্যে নয়, পুষ্টিগুণেও ভরপুর শাপলা

১৪

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

১৫

রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল

১৬

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

১৭

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

১৮

একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ 

১৯

বিদেশি পর্যটক ও বহিরাগতদের দখলদারিত্বের বিরুদ্ধে উত্তাল মেক্সিকো সিটি

২০
X