কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের সেরা চ্যাপ্টারে আইইউবিএটি

এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার (আইইউবিএটি)। ছবি : সংগৃহীত
এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার (আইইউবিএটি)। ছবি : সংগৃহীত

বিশ্বের শীর্ষ কংক্রিট গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) নিয়ন্ত্রণাধীন সারা বিশ্বে ছড়িয়ে থাকা দুইশতাধিক সংগঠনের মধ্যে সেরা চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের সংগঠন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার­-আইইউবিএটি।

গত ২৩ ফেব্রুয়ারি এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের প্রধান কার্যালয় থেকে ইমেইলের মাধ্যমে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, আইইউবিএটিকে এ তথ্য জানানো হয়। ইমেইলে বলা হয়, ২০২৩ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আইইউবিএটির এ সংগঠনটিকে সেরা চ্যাপ্টার হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং আগামী ২৪ মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত কংক্রিট কনভেনশনে তাদের এ সম্মাননা দেওয়া হবে।

এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার­-আইইউবিএটি-এর প্রধান পৃষ্ঠপোষক এবং আইইউবিএটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমি এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার আইইউবিএটি অসাধারণ কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত তাদের আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড অর্জনের জন্য। এই পুরস্কারটি তাদের অক্লান্ত পরিশ্রম, সৃজনশীল মানসিকতা এবং কংক্রিট দক্ষতা সম্প্রসারণের আবেগকে প্রকাশ করে। তাদের অবদান বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিয়ারিং অনুষদ গর্বিত আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন কৃতিত্বের জন্য তাদের অভিনন্দন জানাই। তাদের ভবিষ্যতের কাজের জন্য আইইউবিএটির সিভিল ডিপার্টমেন্টের সব সুযোগ সুবিধা অব্যাহত থাকবে।

ছাত্র উপদেষ্টা, আনিসুজ্জামান খান বলেন, ‘আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট থেকে আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত। এই স্বীকৃতি আমাদের আইইউবিএটি চ্যাপ্টার সদস্যদের আবেগ, কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চেতনাকে প্রতিফলিত করে। কংক্রিট জ্ঞান এবং অগ্রগতির প্রতিতাদের প্রতিশ্রুতি। কমিউনিটি আউটরিচ আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার আইইউবিএটি ছাত্র উপদেষ্টা হিসেবে, আমি তাদের কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত।’

২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আহসান হাবিব শান্ত বলেন, ‘প্রতিটি অর্জনই গৌরবময়। আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড আমাদের জন্য একটি বড় অর্জন। ২০২১ সালের যাত্রার শুরু থেকে আমরা নিয়মিতভাবে বিভিন্ন সেমিনার, কর্মশালা এবং প্রতিযোগিতার আয়োজন করেছি। যা কংক্রিট সম্পর্কে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানো যায়। যার মধ্যে সমসাময়িক কংক্রিট প্রযুক্তি এবং কংক্রিট উদ্ভাবন প্রাধান্য পেয়েছে। এ ছাড়াও, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার­-আইইউবিএটি নিয়মিত বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে অংশগ্রহণ করে। সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষকদের সহযোগিতা ও দিকনির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। আমি আশাবাদী যে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার আইইউবিএটি ভবিষ্যতে আরও কার্যক্রম নিয়ে অনেক দূর এগিয়ে যাবে।’

উল্ল্যেখ্য, আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে যাত্রা শুরু করে এটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব সবুজ ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৩টি প্রোগ্রাম চালু আছে এই প্রতিষ্ঠানে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আট হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে ঝড় তুললেন এমা স্টোন

বিয়ের আলোচনার জন্য ডেকে যুবককে পিটিয়ে মারল মেয়ের পরিবার

‘রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই হবে বড় সংস্কার’

চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

২৮ বছর পর সন্তানকে ফিরে পেলেন বাবা-মা

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন পোলার্ড

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের 

সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন

১০

‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে’

১১

প্রিয়া মারাঠে আর নেই

১২

ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৩

পলিথিন-প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

১৪

উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, কী বললেন হাসনাত

১৫

সেলফির পেছনে মৃত্যু: শীর্ষে ভারত ও যুক্তরাষ্ট্র

১৬

চবিতে ফের সংঘর্ষ, উপ-উপাচার্যসহ আহত ২০

১৭

বিকেলে নয়, সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা 

১৮

নতুন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

১৯

‘সাইয়ারা’র নায়কের আসল নাম কী?

২০
X