পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গুচ্ছ পরীক্ষায় পাবিপ্রবিতে উপস্থিতি ৮৭.৬ শতাংশ

পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। ছবি : কালবেলা
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৮৭ দশমিক ৬ শতাংশ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ পাবনা শহরের ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাবিপ্রবি কেন্দ্রের আইনশৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সাংবাদিকদের বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকে আমরা প্রধান ফটক খুলে শিক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার সুযোগ দেই।

তিনি বলেন, গরমের কারণে ক্যাম্পাসের ভেতর ও বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির ব্যবস্থা করেছি। এ ছাড়া ক্যাম্পাসের সামনে অভিভাবকদের বসার জন্য ছাউনি ও চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল।

তিনি বলেন, এবার ‘এ’ ইউনিটে পাবিপ্রবি কেন্দ্রে ১১ হাজার ৩৪৩ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেয় ৯ হাজার ৮৭৫ জন। যা মোট শিক্ষার্থীর ৮৭ দশমিক ৬ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তার স্বার্থে আমরা প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।

এ ছাড়া পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্রে যেতে সহযোগিতা ও যানজট নিরসনে কাজ করেছে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস এবং পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আগামী ৩ মে (শুক্রবার) মানবিক ‘বি’ ও ১০ মে ব্যবসায় শিক্ষা ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

১০

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১১

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১২

হাসপাতালে খালেদা জিয়া

১৩

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১৪

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১৫

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১৬

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৭

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৯

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

২০
X