সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকরা।
মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি সম্পর্কে পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শামীম রেজা বলেন, ‘সরকার পেনশনের যে স্কিম রেখেছেন সেটা যদি সবার জন্য সমান হতো তাহলে আমাদের কোনো আপত্তি থাকত না। কিন্তু এখানে সেটা না করে শিক্ষকদের সঙ্গে বৈষম্য তৈরি করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।’
গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘আমাদের আজকের এ কর্মসূচি বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের আহ্বানে করা হয়েছে। আগামীতে এ পেনশনের প্রজ্ঞাপন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নিবেন সে অনুযায়ী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করে যাবে।’
উল্লেখ্য, গত ১৩ মার্চ, ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃর্ক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, যে সকল শিক্ষক ১ জুলাই, ২০২৪ তারিখের পর যোগদান করবেন তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ক্ষেত্রে যোগদানকৃত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না।
মন্তব্য করুন