ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৩:১৪ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

'সুবোধ পালাবে না আর' নিয়ে মরক্কো যাচ্ছে ঢাবি মাইম অ্যাকশন

মূকাভিনয় প্রযোজনা ‘সুবোধ পালাবে না আর’ নিয়ে মরক্কো যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।
মূকাভিনয় প্রযোজনা ‘সুবোধ পালাবে না আর’ নিয়ে মরক্কো যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।

মূকাভিনয় প্রযোজনা ‘সুবোধ পালাবে না আর’ নিয়ে আফ্রিকার দেশ মরক্কো যাচ্ছে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল মূকাভিনয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। আগামী ২৪-২৯ জুলাই মরক্কোর প্রাচীন ও ঐতিহাসিক শহর কাসাব্লাঙ্কায় অবস্থিত ২য় হাসান ইউনিভার্সিটির ৩৫তম নাট্যোৎসবে অংশ নিচ্ছেন তারা। এর আগে দেশে-বিদেশে সাত শতাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন সংগঠনটির শিল্পীরা।

জানা যায়, অস্বীকৃতি, চেয়ার : দ্য সাইন অব পাওয়ার, ভালোবাসা এবং অতঃপর, সুবোধ পালাবে না আর- এই চারটি স্কেচ নিয়ে ৪০ মিনিটের প্রযোজনাটি মূলত ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এবং ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সমন্বয়। রচনা ও নির্দেশনায় আছেন মীর লোকমান ও শাহরিয়ার শাওন। অভিনয় করবেন মৌসুমী মৌ, সোহান, শাহরিয়ার শাওন এবং মীর লোকমান। আবহ সংগীতে আছেন, এই ট্যুরের নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শান্তা তাওহিদা এবং আলোক প্রক্ষেপণে আছেন এনামুল হক খন্দকার। বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি, মরক্কো, তিউনেশিয়া সৌদি আরবের শিল্পীরা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।

সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান পৃথিবীর বাস্তবতা এই প্রযোজনার অন্তর্গত বিষয়। চারটি স্কেচের প্রথমটিতে হত্যা, ধর্ষণ ও নারীর প্রতি বর্বরতার কালো অধ্যায় মূর্ত হয় নিঃশব্দে। একটি সুন্দর পৃথিবী বানাবার নির্বাক তাগিদ ভেসে ওঠে পরিচয়হীন শিশুর কান্নায়। দ্বিতীয়টি স্কেচটি ক্ষমতার প্রতীক চেয়ারকে কেন্দ্র করে। তৃতীয়টি আধুনিক প্রেম-বাস্তবতা নিয়ে। এটি হাস্যরসযুক্ত গল্প। শেষ গল্পটি বাংলাদেশের বহুল আলোচিত সুবোধ চরিত্র নিয়ে। প্রচলিত অন্ধকারে যে আলোর মশাল উঁচিয়ে ধরে, মুক্ত করে শান্তি ও স্বাধীনতার প্রতীক সাদা পায়রাকে।

এই প্রযোজনায় বহুল চর্চিত ট্র্যাডিশনাল রীতির বাইরে গিয়ে প্রপস-সেটের সহযোগে উত্তরাধুনিক মাইমকে দর্শকদের সামনে আনার চেষ্টা করা হয়েছে। শিল্পীদের মতে, এ প্রযোজনার স্কেচগুলো আমরা বহুবার দেশ-বিদেশের মঞ্চে প্রদর্শনী করেছি। মূকাভিনয়ের শক্তিতে একটি অন্যরকম শিল্পীত বাংলাদেশকে তুলে ধরব আমরা আফ্রিকার বুকে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় মূকাভিনয় শিক্ষার একাডেমিক প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্ট (আইএমএম)। এ সফরটি মূলত এই দুটি সংগঠনের সম্মিলিত প্রচেষ্টা। ভারত, দক্ষিণ কোরিয়া, চীন ও আর্মেনিয়ায় তারা মূকাভিনয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন নানা সময়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১০

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১১

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১২

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৩

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৪

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৫

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৬

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৭

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৮

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৯

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

২০
X