কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৭:৪৪ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

আজ পরীক্ষায় বসবেন সেই আনিসা

পরীক্ষা দিতে না পেরে অঝোরে কাঁদছেন শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
পরীক্ষা দিতে না পেরে অঝোরে কাঁদছেন শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

মায়ের অসুস্থতার কারণে চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় অংশ নিতে না পারা সেই ছাত্রী আনিসা আরিফা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন।

রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাসহ পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী। কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আনিসার মা ও কলেজের অধ্যক্ষ।

গতকাল শনিবার বিকেলে আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা কালবেলাকে বলেন, ‘আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমার মেয়ে আগামীকাল (আজ রোববার) পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেজন্য সে প্রস্তুতি নিচ্ছে।’

ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘আমি সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এরপর কী হয়েছে, তা আমি বলতে পারব না। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত ৮টায় বাসায় ফিরি।’ তাকে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে একটি ক্লিনিকে ভর্তি করা হয় বলে জানান তিনি।

এর আগে এদিন সকালে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, আনিসার বাসায় কলেজের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে পাঠানো হয়েছিল। তিনি খোঁজখবর নিয়ে জেনেছেন যে, আনিসার মা এখন সুস্থ আছেন। যখন শিক্ষক গিয়েছিলেন, আনিসার মা তখন ঘুমাচ্ছিলেন, তাই তাকে জাগিয়ে কথা বলা হয়নি।

পরবর্তী পরীক্ষাগুলোতে আনিসার অংশগ্রহণের বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘আমরা ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, আগামীকালের (আজ) পরীক্ষায় সে যথারীতি অংশ নেবে। পরবর্তী সব পরীক্ষায়ও সে যথাসময়ে কেন্দ্রে গিয়ে অংশ নেবে।’

শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না—জানতে চাইলে অধ্যক্ষ জানান, ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়েছিল। চেয়ারম্যান তাকে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার নির্দেশনা দিয়েছেন।

চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আনিসার বাবা নেই। গত বৃহস্পতিবার বাংলা প্রথমপত্রের দিন সকালে স্ট্রোক করেন তার মা। অসুস্থ মায়ের চিকিৎসা ব্যবস্থাসহ স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছান তিনি। তবে, দেরিতে পৌঁছানোর কারণে তাকে পরীক্ষায় বসতে দেননি কেন্দ্রের দায়িত্বরতরা। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে পরীক্ষা দিতে না পারার বেদনায় মানসিকভাবে ভেঙে পড়েন, কাঁদতে শুরু করেন হাউমাউ করে আনিসা। বিষয়টি গণমাধ্যমের শিরোনামে উঠে এলে এ বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে কমিউনিটি সেন্টারে ভাড়া নৈরাজ্য! গলাকাটা বিল

দুই গরুর সমান বোঝা টেনে সংসার চলে পরিমলের

সাত জেলায় বন্যার আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস

দেনার দায়ে নবজাতককে বিক্রি, অতঃপর...

বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উন্নয়ন করবে : মনিরুজ্জামান মন্টু

ট্রাম্পের নির্বাহী আদেশে সই / কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র

আফগানদের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় জাকের

সৌম্যর জায়গায় দলে এলেন সাকিব

বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে কি ৭০ গুণ উত্তম?

এআই চশমা আনল মেটা, ক্যামেরা-ডিসপ্লে কি নেই তাতে!

১০

ট্রফি বিতর্কে এবার ভারতীয় গণমাধ্যমকে আক্রমণ নকভির

১১

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করল বিএনপি

১২

পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

দিনদুপুরে টাকাভর্তি ব্যাগ ছিনতাই

১৪

গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা

১৫

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি : নজরুল ইসলাম আজাদ

১৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে বার্সা-পিএসজি, ফ্রিতে দেখবেন যেভাবে

১৭

‘তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন’

১৮

কার মাধ্যমে ফেমাস হয়েছেন, জানালেন অনন্ত জলিল

১৯

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা

২০
X