শাওন সোলায়মান
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১১:৩১ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

টেন মিনিট স্কুলে বিনিয়োগ করবে না স্টার্টআপ বাংলাদেশ

টেন মিনিট স্কুলের লোগো। ছবি : সংগৃহীত
টেন মিনিট স্কুলের লোগো। ছবি : সংগৃহীত

জনপ্রিয় এডটেক প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’-এ বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। স্টার্টআপ বাংলাদেশকে দেওয়া টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ।

ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে সমর্থন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানানোয় এই সিদ্ধান্ত নিয়েছে স্টার্টআপ বাংলাদেশ।

ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ গড়ে তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব আয়মান সাদিক। প্রতিষ্ঠার পর থেকে দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি। সরকারের বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বিভিন্ন আয়োজনে নিয়মিত দেখা যায় আয়মান সাদিককে। আয়মান সাদিক এবং টেন মিনিট স্কুলের প্রশংসা করে বিভিন্ন সময় বক্তব্যও দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তবে ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ায় নিজেদের সে অবস্থান হারিয়েছে আয়মান সাদিক ও টেন মিনিট স্কুল।

দেখা যায়, গত ১৩ জুলাই কোটা সংস্কার আন্দোলন সমর্থন করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেন আয়মান সাদিক। এরপর গতকাল সোমবার সন্ধ্যায় একই পেইজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোগোর ওপর রক্তের ছাপ সংবলিত একটি ছবি পোস্ট করে ঢাবিতে কোটা আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান তিনি।

সেখানে তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

কিছু না লিখলেও একই ছবি নিজের কভার ফটো হিসেবে পোস্ট করেন আয়মান সাদিকের সহধর্মিণী এবং টেন মিনিট স্কুলের প্রশিক্ষক মুনজেরিন শহিদ। সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে এ পোস্ট করেন তিনি।

এর মাঝে মঙ্গলবার (১৬ জুলাই) ১০টা ৪১ মিনিটে টেন মিনিট স্কুলে বিনিয়োগ না করার সিদ্ধান্ত জানায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি এক লিখিত বার্তায় উল্লেখ করে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’ বিষয়টি নিজের পেইজেও শেয়ার করেন স্টার্টআপ বাংলাদেশের নিয়ন্ত্রক আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এরপর থেকেই নেটিজেনরা ধারণা করছেন, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানানোয় টেন মিনিট স্কুলে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে স্টার্টআপ বাংলাদেশ।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার দুপুরে কালবেলাকে বলেন, কোন প্রতিষ্ঠান বিনিয়োগ চাইলে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সাথে একটি গোপনীয়তার চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে উভয়পক্ষই কিছু ধরনের তথ্য প্রকাশ করতে পারে না। তাই টেন মিনিট স্কুলকে কেন বিনিয়োগ করা যাচ্ছে না, সেই কারণ প্রকাশ্যে বলতে পারছি না। কারণ এর সাথে তাদের সুনাম জড়িত থাকে। তারা হয়তো অন্য কোথাও ফান্ডিং এর জন্য পিচ করবে। তবে তাদেরকে অবশ্যই জানানো হবে।

এ বিষয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে মধ্যরাতের পরে লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যে ১৪ জন

কাশিমপুর থেকে ২৬ বছর পর পাকিস্তানি নাগরিকের মুক্তি  

বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা মান্দানা

জানা গেল কখন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

ইউআইইউর শিক্ষকের বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

১০

দম্পতির সিগারেট খাওয়ার ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজি

১১

বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি

১২

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

১৩

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

১৪

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক 

১৫

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

১৬

সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস

১৭

আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

১৮

বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

১৯

আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও দোয়া করছে : রিজভী 

২০
X