শাওন সোলায়মান
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১১:৩১ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

টেন মিনিট স্কুলে বিনিয়োগ করবে না স্টার্টআপ বাংলাদেশ

টেন মিনিট স্কুলের লোগো। ছবি : সংগৃহীত
টেন মিনিট স্কুলের লোগো। ছবি : সংগৃহীত

জনপ্রিয় এডটেক প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’-এ বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। স্টার্টআপ বাংলাদেশকে দেওয়া টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ।

ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে সমর্থন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানানোয় এই সিদ্ধান্ত নিয়েছে স্টার্টআপ বাংলাদেশ।

ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ গড়ে তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব আয়মান সাদিক। প্রতিষ্ঠার পর থেকে দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি। সরকারের বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বিভিন্ন আয়োজনে নিয়মিত দেখা যায় আয়মান সাদিককে। আয়মান সাদিক এবং টেন মিনিট স্কুলের প্রশংসা করে বিভিন্ন সময় বক্তব্যও দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তবে ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ায় নিজেদের সে অবস্থান হারিয়েছে আয়মান সাদিক ও টেন মিনিট স্কুল।

দেখা যায়, গত ১৩ জুলাই কোটা সংস্কার আন্দোলন সমর্থন করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেন আয়মান সাদিক। এরপর গতকাল সোমবার সন্ধ্যায় একই পেইজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোগোর ওপর রক্তের ছাপ সংবলিত একটি ছবি পোস্ট করে ঢাবিতে কোটা আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান তিনি।

সেখানে তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

কিছু না লিখলেও একই ছবি নিজের কভার ফটো হিসেবে পোস্ট করেন আয়মান সাদিকের সহধর্মিণী এবং টেন মিনিট স্কুলের প্রশিক্ষক মুনজেরিন শহিদ। সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে এ পোস্ট করেন তিনি।

এর মাঝে মঙ্গলবার (১৬ জুলাই) ১০টা ৪১ মিনিটে টেন মিনিট স্কুলে বিনিয়োগ না করার সিদ্ধান্ত জানায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি এক লিখিত বার্তায় উল্লেখ করে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’ বিষয়টি নিজের পেইজেও শেয়ার করেন স্টার্টআপ বাংলাদেশের নিয়ন্ত্রক আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এরপর থেকেই নেটিজেনরা ধারণা করছেন, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানানোয় টেন মিনিট স্কুলে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে স্টার্টআপ বাংলাদেশ।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার দুপুরে কালবেলাকে বলেন, কোন প্রতিষ্ঠান বিনিয়োগ চাইলে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সাথে একটি গোপনীয়তার চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে উভয়পক্ষই কিছু ধরনের তথ্য প্রকাশ করতে পারে না। তাই টেন মিনিট স্কুলকে কেন বিনিয়োগ করা যাচ্ছে না, সেই কারণ প্রকাশ্যে বলতে পারছি না। কারণ এর সাথে তাদের সুনাম জড়িত থাকে। তারা হয়তো অন্য কোথাও ফান্ডিং এর জন্য পিচ করবে। তবে তাদেরকে অবশ্যই জানানো হবে।

এ বিষয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা-নিম্নচাপের আশঙ্কা, বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে

টম ক্রুজের প্রশংসায় পঞ্চমুখ অনিল কাপুর

স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, অবাক ব্যবসায়ীরাও

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে অংশ নেবেন কর্নেল অলি ও রেদোয়ান আহমেদ

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ

যে কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নানকের, মিলছে চাঞ্চল্যকর তথ্য

ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়লেন শত শত রুশ

এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম পাটোয়ারী

ট্রেনে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম

১০

সম্পর্ক বিচ্ছিন্ন করায় প্রেমিকাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

১১

দোয়া চেয়ে মেঘমল্লারের পোস্ট, কমেন্ট করলেন হাসনাত

১২

স্কুল মাঠে মেলার নামে ‘লটারি’ বাণিজ্য, বারান্দায় হচ্ছে অ্যাসেম্বলি

১৩

ব্রাজিল দলে সুযোগ না পাওয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য নেইমারের

১৪

সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না : মেঘমল্লার

১৫

গরমের মধ্যে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৬

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৭

জীবিত থাকতে নিজের কবরের জায়গা নির্ধারণ করা কি জায়েজ?

১৮

অনুশীলনে প্রতিদিন ১৫০ ছক্কা হাঁকানোর দাবি করা ক্রিকেটারের অবসর ঘোষণা

১৯

বিমানবন্দরে স্টাইলিশ লুকে দীপিকা, ভিডিওতে মুগ্ধ ভক্তরা

২০
X