যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যা হয়েছে। রাজ্যে আকস্মিক এ বন্যায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ ছাড়া শত শত লোক নিখোঁজ রয়েছেন।
বুধবার (৯ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের হিল কান্ট্রিতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা লাফিয়ে বেড়ে মঙ্গলবার ১০৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই শিশু। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৮০ জন।
রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, শুক্রবার ভোরে টেক্সাসের গুয়াদালুপ নদী উপত্যকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি নেমে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কার কাউন্টি ও এর সদর শহর কারভিল।
প্রতিবেদনে বলা হয়েছে, কেবল কার কাউন্টিতেই ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন ছিলেন ‘ক্যাম্প মিস্টিক’ নামে প্রায় শতবর্ষী একটি গ্রীষ্মকালীন খ্রিষ্টান শিবিরের শিশুক্যাম্পের শিক্ষার্থী ও পরামর্শদাতা। শিবিরের পরিচালকও এ বন্যায় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া এখনো ওই শিবিরের আরও পাঁচ শিক্ষার্থী ও এক পরামর্শদাতা নিখোঁজ রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, রাজ্যজুড়ে আরও ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্থানীয় শেরিফদের হিসেবে কার কাউন্টির বাইরে মৃতের সংখ্যা ২২।
গভর্নর অ্যাবট বলেছেন, প্রতিটি নিখোঁজ মানুষকে খুঁজে বের করাই এখন আমাদের প্রধান কাজ। তিনি জানান, কেবল কার কাউন্টিতেই ১৬১ জন নিখোঁজ রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজে স্থানীয় সংস্থার পাশাপাশি ফেডারেল, প্রতিবেশী অঙ্গরাজ্য ও মেক্সিকোর উদ্ধারকর্মীরা যোগ দিয়েছেন। তবে চার দিন পেরিয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের আশা কমে এসেছে।
কঠিন পরিস্থিতির কথা জানিয়ে টেক্সাস গেম ওয়ার্ডেনের লেফটেন্যান্ট কর্নেল বেন বেকার বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক ও সময়সাপেক্ষ কাজ। পানি এখনো পুরোপুরি নামেনি।
মন্তব্য করুন