কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:৫০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত

ডিবি হারুন (বাঁয়ে) ও তার ভাই মো. জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত
ডিবি হারুন (বাঁয়ে) ও তার ভাই মো. জিয়াউর রহমান। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহাদিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক মো. জিয়াউর রহমান। তাদের মধ্যে মো. জিয়াউর রহমান পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান হারুনের আপন ছোট ভাই।

এর আগে সোমবার রাতেই অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে তাদের সাময়িক বরখাস্ত করে সংযুক্ত করা হয়।

সূত্র জানায়, গত ৫ আগস্ট মো. জিয়াউর রহমান সহকারী উপপরিদর্শক হিসেবে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যোগ দেন। অভিযানে অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে শামীম আল আজাদ নামে আরও একজন সহকারী উপপরিদর্শক রয়েছেন, যিনি আদালতের প্রসিকিউশন শাখায় যোগ না দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন।

ভুক্তভোগী সাবেক কাউন্সিলর ছালেহা বেগম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ (জিডি) করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুন সকালে অধিদপ্তরের লোকজন তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক না পেয়ে গাড়ির তেলের খরচ বাবদ ২০ হাজার টাকা দাবি করে। তিনি প্রথমে ১০ হাজার টাকা দেন, পরে আরও ১০ হাজার টাকা পাঠাতে বলেন কর্মকর্তারা। কিছুক্ষণ পর তারা আবার তার ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং নাটকীয়ভাবে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখান।

অভিযোগে আরও বলা হয়, অভিযানের সময় কর্মকর্তারা ছালেহা বেগমের আলমারি থেকে ৬ লাখ ৬৬ হাজার টাকা এবং তার ছেলের ঘরের আসবাবপত্র এলোমেলো করে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে নেয়। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ভিডিও রেকর্ডের মাধ্যমে তাদের বক্তব্যও নেওয়া হয়।

ছালেহা বেগম বলেন, শামীম আল আজাদ সবচেয়ে বেশি নির্যাতন করেছে। হাত ধরে টানাহেঁচড়া, লাঠি দিয়ে ভয় দেখানো, লুকানো টাকা হাতিয়ে নেয় শামীম। তার কঠিন বিচার চাই। শুধু সাময়িক বহিষ্কারে আমি খুশি নই, লুট হওয়া টাকা ফেরতেরও দাবি জানাই।

এ বিষয়ে উপপরিচালক আবুল হোসেন বলেন, অভিযানের নামে টাকা লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, গত ১৮ জুনের অভিযানে ছালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১০

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১১

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১২

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৩

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৪

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৫

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

১৬

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

১৭

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

১৮

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

১৯

এনসিপি জোটের ঘোষণা আসতে পারে আগামীকাল

২০
X