শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৪ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র ঠেকিয়ে স্কুলছাত্রকে অপহরণ

অস্ত্র তাক করে স্কুলছাত্রকে অপহরণ করে অস্ত্রধারীরা। ছবি : কালবেলা
অস্ত্র তাক করে স্কুলছাত্রকে অপহরণ করে অস্ত্রধারীরা। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর অষ্টম শ্রেণির এক ছাত্রকে ফিল্মি স্টাইলে ‘অস্ত্রের মুখে’ তুলে নিয়ে গেছে অস্ত্রধারীরা। স্কুলছাত্রকে তুলে নেওয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরপরই ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী স্কুলছাত্র মো. ফেরদৌস আহমেদ (১৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

অভিযুক্ত অস্ত্রধারী মো. কাওসার আহমেদ (৩০) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ছাড়া এমদাদুল হক, নূরুল হক, মোস্তফাসহ আরও কয়েকজন স্কুলছাত্রকে তুলে নিতে সহযোগিতা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা শার্ট পরা এক স্কুলছাত্রকে কয়েকজন যুবক মারতে মারতে নিয়ে যাচ্ছে। স্কুলশিক্ষক রুবেলসহ কয়েকজন শিক্ষার্থী তাকে রক্ষা করতে চেষ্টা করেন। এ সময় টিশার্ট পরা অস্ত্রধারী ক্ষিপ্ত হয়ে স্কুলশিক্ষক রুবেল হোসেনের দিকে পিস্তল তাক করে ভয় দেখায়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের সহপাঠীকে রক্ষা করতে এগিয়ে আসে।

নবম শ্রেণির ছাত্র হৃদয় বলেন, স্কুল ছুটি হওয়ার পরপরই আমরা বাইরে যাই। হঠাৎ কয়েকজন যুবক এসে ফেরদৌসকে ধরে মারতে মারতে নিয়ে যায়। এ সময় আমরা চিৎকার দিলে শিক্ষকরা এগিয়ে আসেন। এরপর আমরা তাকে রক্ষা করতে চেষ্টা করি। হঠাৎ করে একজন রুবেল স্যারের দিকে পিস্তল তাক করে। এরপর সবাই ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার বলেন, ঘটনার পরপরই আমরা সবাই ছুটে যাই। কিন্তু অস্ত্র তাক করার পরপরই সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তবে কী কারণে তারা স্কুলছাত্রকে তুলে নিল, এ বিষয়ে জানতে পারিনি। স্কুল ছুটি হওয়ার পরপরই স্কুল গেট থেকে তাকে তুলে নেয়। অনেক মারধর করে তাকে। স্বজনদের সহযোগিতায় দুই ঘণ্টা পর অস্ত্রধারীরা ছেড়ে দেয়।

অপহৃত স্কুলছাত্রের মামা নাদিম মাহমুদ বলেন, বিষয়টি জানার পরপরই আমরা সবাই ঘটনাস্থলে ছুটে যাই। তুলে নেওয়ার পর থেকে অস্ত্রধারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে দুই ঘণ্টা পর ফেরদৌস আহমেদকে আমাদের হাতে তুলে দেয়। তবে কী কারণে তাকে তুলে নিল সেটি জানতে পারিনি।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনাটি জানার পরপরই অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারের পর জানা যাবে পিস্তলটি আসল নাকি নকল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির শ্রমিক উইংয়ের চট্টগ্রাম নগর কো-অর্ডিনেশন কমিটি গঠন

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল 

মুরাদনগরে ট্রিপল মার্ডারের ৮ আসামির ৩ দিনের রিমান্ড

বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঘরোয়া কিছু উপায়

যুবদল নেতা আরিফ হত্যা / শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে

ভারত / গণহারে অ্যাকাউন্ট বন্ধ, এক্সের উদ্বেগ

মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

গভীর রাতে প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা

যুবদলের আরিফ হত্যা / শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ১০ দিনের রিমান্ড আবেদন 

ঢাবি অধিভুক্তি বাতিলের দাবি / ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১০

তালা ভেঙে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

১১

সেই দুদক কর্মকর্তা শরীফকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের

১২

ইমামতি না করেও শ্রেষ্ঠ ইমাম হলেন জসিম উদ্দিন

১৩

সেতু ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি

১৪

২০০ টাকার টিউশনি করে পররাষ্ট্র ক্যাডার সোহেল

১৫

বর্ণিল সাজে বাংলাদেশ-মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

১৬

খাঁচায় বন্দি চার সন্তান নিয়ে রাস্তায় ঘুরছেন মা

১৭

কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন পলক

১৮

জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির

১৯

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

২০
X