ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবাজারে সাংবাদিকের ওপর হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ

বঙ্গবাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : কালবেলা
বঙ্গবাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : কালবেলা

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গণঅভ্যুত্থানে পুরো বাংলাদেশ মাঠে নেমে এসেছিলো। আমরা দেখেছি সে সময় আওয়ামী লীগ ছিলো নিপীড়কের ভূমিকায়। আজকে দুর্ভাগ্যের বিষয়, এতোদিন আওয়ামী লীগ চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানকে পুঁজি করে কেউ কেউ চাঁদাবাজি করছে। আমরা আপনাদের সাবধান করছি, বাংলাদেশে আর কোনো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ চাঁদাবাজি, টেন্ডারবাজি চলবে না। আমরা দেখছি, বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় কেউ কেউ টোকেন বাণিজ্য, টেন্ডারবাজি করছেন। আমরা আপনাদের আইনের হাতে সোপর্দ করবো।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যারা কথা বলতে চায়, আইনের শাসন চায়, অন্যায়ের প্রতিবাদ করে, তাদের অতীতে বিভিন্নভাবে থামিয়ে দেওয়া হয়েছে। এখনও যারা এইপথে চলতে চাইবে, তারায় সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলা করেছে। এদেরকে পুরোপুরি উৎখাত করার আগ অবধি আমাদের আন্দোলন চলবে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের দালাল বহিষ্কৃত চামেলি ও শাহবাগ থানার বিএনপি নেতা স্বপন মিলে সাংবাদিকদের ওপর হামলা করেছে। এরা মিলেমিশে চাঁদাবাজি করে। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যারা বিভিন্ন সময়ে চাঁদাবাজি করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা সবসময় চাঁদাবাজি এবং টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজারে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ হাসান। তাদের দোকানে ডেকে নিয়ে কাউন্সিলর চামেলীর অনুসারীরা হাতুড়ি, রড, জিআই পাইপ দিয়ে হামলা চালায়। এসময় এক শিক্ষার্থীর আঙুল কেটে ফেলা হয় এবং এক ব্যবসায়ী আহত হন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, শাহবাগ থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর স্বামী আবুল হোসেন টাবু, বিএনপির পদপ্রত্যাশী নেতা রফিকুল ইসলাম স্বপন ও ২০ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

‘ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো, তা এযাবৎকালের সর্বোচ্চ’

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

যৌন হয়রানির ঘটনায় নিরাপত্তা প্রার্থনা / ক্রীড়া উপদেষ্টাকে এক শুটারের খোলা চিঠি

ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩ 

হঠাৎ ভূমিকম্প হলে নিজেকে রক্ষা করবেন যেভাবে

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, যা বললেন আজহারি

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে

পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ১০ ভূমিকম্প

১০

ওটিটিতে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, মনোজ বাজপেয়ীর দুর্দান্ত প্রত্যাবর্তন

১১

যুক্তরাজ্যে ভয়াবহ বিপর্যয়, শত শত স্কুল বন্ধ

১২

প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার দোয়া ও আমল

১৩

স্মার্টফোনে ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম চালু করবেন যেভাবে

১৪

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয় 

১৫

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

১৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৭

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

১৮

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সিকান্দার রাজা

১৯

দীর্ঘ বিরতির পর ফিরছেন মোনালি ঠাকুর

২০
X