ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজের জন্য ‘স্বতন্ত্র পরিচয়ের’ আশ্বাসে আন্দোলন স্থগিত

সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল এবং নতুন একটি স্বতন্ত্র পরিচয়ের আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এরই প্রেক্ষিতে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি সাময়িক বাতিল করেছেন তারা। তবে উপদেষ্টার আশ্বাসের পরও কার্যকরী সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন সাত কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।

তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা সংকট ও সমস্যার চিত্র তুলে ধরি। সমস্যা সমাধানে আমরা ঢাবি অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাই। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর মাননীয় শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দিয়েছি। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়েছে।

কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন। গত কয়েক সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন ব্যতিত নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করতে দেখা যায় তাদের। সবশেষ ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ও ক্লাস পরীক্ষা বর্জন করেন তারা। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা উপলব্ধি করে আলোচনা শুরু করেন।

তারই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রথমবারের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আন্দোলনকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে নেন। সাত কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনের ন্যায্যতা তুলে ধরেন। শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা অনুধাবন করে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। এছাড়াও ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

গত ৩১ অক্টোবর প্রথমবারের মতো মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাক্ষাৎ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এ সভায় দুই উপদেষ্টা দাবি সম্পর্কে জানার পর সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে পৃথক প্রশাসনিক ভবনে কার্যক্রম চালানোর প্রস্তাব দেন। কিন্তু শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করায় ওই আলোচনায় কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

সবশেষ বুধবার (০৬ নভেম্বর) শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। এ সভায় সাত কলেজ শিক্ষার্থীদের জন্য একটি ‘উপযুক্ত সমাধানের’ আশ্বাস দিয়েছেন তারা।

এ বিষয়ে মো. নাঈম হাওলাদার বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সাত কলেজকে ঢাবি অধিভুক্তি বাতিল করবেন। তবে অধিভুক্তি বাতিল হলেও সাত কলেজকে ফের পেছনে ফেরানো হবে না। বরং সাত কলেজ শিক্ষার্থীদের জন্য নতুন একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা হবে। কোন প্রক্রিয়ায় এ পরিচয় তৈরি করা সম্ভব, সেটা মন্ত্রণালয়ের গঠিত কমিটি ও একটি বিশেষজ্ঞ টিম নির্ধারণ করবে। এজন্য তিনি আমাদের থেকে সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে তিনি সাত কলেজের সবগুলো ক্যাম্পাস পরিদর্শন শুরু করবেন। মন্ত্রণালয়ের গঠিত কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার বিষয়েও তিনি আমাদের আশ্বস্ত করেছেন।

শুধু সাত কলেজের শিক্ষার্থীরাই অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেননি। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অধিভুক্তি বাতিলের জন্য কর্মসূচি পালন করতে দেখা যায়। দু'পক্ষের শিক্ষার্থীদের দাবি বিবেচনায় শিক্ষা উপদেষ্টা সাত কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র পরিচয়ের আশ্বাস দিয়েছেন।

এই শিক্ষার্থী আরও বলেন, আমরা শিক্ষার্থী প্রতিনিধিরা শিক্ষা উপদেষ্টার আশ্বাসে সন্তুষ্ট। তাই আমরা আমাদের চলমান আন্দোলন-কর্মসূচি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এখন থেকে সাত কলেজের দাবি নিয়ে আমাদের মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি নেই। আমরা শুরু থেকে রাস্তা অবরোধ কিংবা বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবি আদায়ের চেয়ে আলোচনার মাধ্যমে কূটনৈতিক পদ্ধতিকে বেশি গুরুত্ব দিয়েছি। কিন্তু একটা পর্যায়ে আমরা কোনো ধরনের আশ্বাস না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে আন্দোলন শুরু করেছি। এখন আমাদের মনে হয়েছে, উপদেষ্টার আশ্বাসের পর আর আন্দোলনের প্রয়োজন নেই। আলোচনার দরজার উন্মুক্ত হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে দাবি আদায় করতে পারব।

এ সময়ের মধ্যে সাত কলেজের স্বাভাবিক ক্লাস-পরীক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। শুধু তাই নয়, সাত কলেজের জন্য নতুন কাঠামো তৈরি হওয়া ও পরিচালনা কর্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ করা এবং সনদ প্রদান করার মতো নিয়মিত কার্যক্রমগুলো সম্পাদন করবে। যাতে করে শিক্ষার্থীদের কোনো ধরনের পরিচয় সংকট তৈরি না হয়। আর এ সময়ের মধ্যে যদি ফলাফল বিপর্যয়ের মতো ঘটনা ঘটে, তাহলে বিশেষ ব্যবস্থায় খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা থাকবে। এ ছাড়া মন্ত্রণালয়ও যেন এ বিষয়টি তাদের পর্যবেক্ষণে রাখে, সে দাবি আমরা জানাচ্ছি।

পরবর্তী কর্মসূচির বিষয়ে নাঈম হাওলাদার বলেন, আমরা শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করলেও স্পষ্ট ভাষায় বলছি, আন্দোলন সাময়িক স্থগিত মানে এই নয় যে আমরা আন্দোলন থেকে একেবারে সরে এসেছি। মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের থেকে সময় চেয়েছেন। তার সম্মানে এবং দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। তবে উপদেষ্টা মহোদয়ের আশ্বাসের পরও যদি আমরা কোনো কার্যকরী সমাধান না পাই বা শিক্ষার্থীদের সঙ্গে যদি নতুন কোনো ধরনের ভিন্ন কোনো প্রহসন শুরু হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আসবো। রাজপথেই তখন উদ্ভূত পরিস্থিতির ফয়সালা হবে।

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ফোকাল পারসন ও ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের কাছে সময় চেয়েছেন আমরা তাকে সে সময় টুকু দিতে চাই। আমরা সব মহলের প্রচেষ্টায় সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস পেয়ে এখন নিরব রয়েছি। আর এর মধ্যে সাত কলেজের যে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে সেগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে সমাধান করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকারের যোগ দিয়ে বিএনপি নেতা পেলেন মনোনয়ন

লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

টাকা আসছেই..., লক্ষ্যমাত্রার দ্বারপ্রান্তে জারা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

রোহিঙ্গা সংকট : বাংলাদেশের ওপর বাড়তে থাকা দীর্ঘমেয়াদি চাপ

হাদি হত্যা: ফয়সালের সহযোগী কবির ফের রিমান্ডে

এনসিপি নেতাকে গুলির ঘটনায় গ্রেপ্তার সেই নারীর পরিচয়

জকসুতে ছাত্রদলের ১৩ দফা ইশতেহার ঘোষণা

নববর্ষ উপলক্ষে ঢাবিতে প্রবেশে নিষেধাজ্ঞা, আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ

দেবের পোস্টার আছে, সিনেমা নেই!

১০

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন

১১

ডেইলি স্টারে হামলায় ৯ আসামি কারাগারে 

১২

জয়পুরহাট-২ আসনে মনোনয়ন নিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম

১৩

অস্ত্রসহ রগ কাটা ফজলু ডাকাত গ্রেপ্তার

১৪

রংপুর-৪ আসনে আখতার হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ

১৫

বিএনপির মনোনয়ন না পেয়ে যে সিদ্ধান্ত নিলেন রুমিন ফারহানা

১৬

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

১৭

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২১ নেতাকর্মী

১৮

ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসিতে অভিযোগ জানাবে পিসিবি

১৯

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে কি না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

২০
X