ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত দুই-তিন দিন ধরে কিছু টিয়া পাখির বাচ্চা অবরুদ্ধ হয়ে পড়ে। বহিরাগত অনেকেই বাচ্চাগুলো নেওয়ার চেষ্টাও করে। এ নিয়ে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছিল। টিয়া পাখির বাচ্চাগুলো রক্ষায় অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছেন ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন শাওন।
সোমবার (০৫ মে) বাচ্চাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি কাঁটাতার বেষ্টনী স্থাপন করা হয়। এই বেষ্টনী এমনভাবে করা হয়েছে যাতে পাখিরা সহজে যাতায়াত করতে পারে, কিন্তু গাছ বেয়ে উঠে কেউ বাচ্চা চুরি করতে না পারে।
উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয় চত্বরে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল গড়তে বিভিন্ন গাছে মাটির হাড়ি বাঁধা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন ধরেই গভীর উদ্বেগ লক্ষ্য করছি। শিক্ষার্থীদেরও দাবি ছিল দ্রুত যাতে পাখিদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রদল সব সময় শিক্ষার্থীবান্ধব কাজে মনোযোগী ও প্রবল আগ্রহী। দ্রুত আমরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি।
নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ইমাম আল নাসের মিশুক,আকিব জাবেদ রাফি,মানিউল পাঠান শান্ত, এমদাদ হোসেন, হাসিবুর রহমান সাকিব, সাফওয়ান তামিম, আবুজাফর গিফারী ইফাত, আবুজার গাফফারী, লুৎফর রহমান রানা, আবির হোসেনসহ অন্যরা।
মন্তব্য করুন