সারাদেশে আগামী ১০ মে থেকে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’। এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’।
প্রাথমিক শিক্ষা বিস্তারে বিভিন্ন ক্ষেত্রে অসমান্য কৃতিত্ব রাখায় এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১৪টি শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হবে। আগামী ১০ মে তাদের হাতে পদক তুলেন দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৩০ হাজার, ২৫ হাজার এবং ২০ হাজার টাকা, পদক ও সনদপত্র লাভ করবে। অন্যদিকে, ব্যক্তি পর্যায়ে সেরাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, পদক ও সনদপত্র এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেরাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের (বালক ও বালিকা মিলিয়ে) ১৮টি ক্যাটাগরিতে মোট ১০৮টি পুরস্কার প্রদান করা হবে। এছাড়া, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মোট ৪২টি পুরস্কার দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা যোগানো এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করে আসছে।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ উদযাপন উপলক্ষে আগামী ১০ মে ঢাকায় জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ ছাড়াও উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া, বিদ্যালয় পর্যায়ে স্টুডেন্ট কাউন্সিল, কাব সদস্য ও ক্ষুদে ডাক্তারদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষাউপকরণ প্রদর্শনী, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার মতো কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর, শ্রেষ্ঠ উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর, শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ কর্মচারী এবং প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষার্থীদের আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান সংক্রান্ত এক অগ্রগতি সভায় এসব তথ্য জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উক্ত সভায় সভাপতিত্ব করেন।
মন্তব্য করুন