আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় কানের দুল পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে, বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে এসব কঠোর নির্দেশনা জারি করা হয়েছে, যা পরীক্ষা চলাকালীন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর, পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
নিষিদ্ধ সামগ্রী ও তল্লাশি প্রক্রিয়া
পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে, পরীক্ষার হলে বই-পুস্তক, মোবাইল ফোন, ঘড়ি, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, গহনা, ব্যাগসহ সকল নিষিদ্ধসামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। প্রবেশপত্র যাচাইয়ের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এছাড়াও, পরীক্ষার দিন সকল প্রার্থীকে মোবাইল ফোনে নিষিদ্ধসামগ্রীর বিষয়ে সতর্কবার্তা এসএমএসের মাধ্যমে পাঠানো হবে, যা অবশ্যই মেনে চলতে হবে।
প্রবেশ সময় ও অন্যান্য নির্দেশনা
বিপিএসসি জানিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে, অর্থাৎ পরীক্ষার দিন সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এই সময়ের পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এছাড়াও, পরীক্ষার হলে কানের ওপর কোনো আবরণ পরিধান নিষিদ্ধ।
হিয়ারিং এইড ব্যবহারের নিয়মাবলি
বিশেষ ক্ষেত্রে হিয়ারিং এইড ব্যবহারের জন্য প্রার্থীদের অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্র এবং বিপিএসসি'র পূর্বানুমোদন নিতে হবে।
যেসব শাস্তি হতে পারে
নিষিদ্ধসামগ্রীসহ পরীক্ষায় প্রবেশের চেষ্টা করলে তা বাজেয়াপ্ত করা হবে এবং প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একইসাথে, ওই প্রার্থীকে ভবিষ্যতে বিপিএসসি'র সকল নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর বিভিন্ন ধারায় উল্লিখিত অপরাধ সংঘটনের ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন