কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ের প্রথম ৭ দিনে এলো ৮১২৫ কোটি টাকার রেমিট্যান্স

মার্কিন ডলার। ছবি : সংগৃহীত
মার্কিন ডলার। ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুটা প্রবাসী আয়ের দিক থেকে শক্তিশালী সূচনা হয়েছে। মাসের প্রথম সাতদিনে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৬৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১২৫ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

সোমবার (০৭ জুলাই) একদিনেই দেশে এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার, যার অর্থমূল্য ২ হাজার ৯১৫ কোটি ৮০ লাখ টাকা। এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের এই সময়ে এসেছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৬ হাজার ৪১২ কোটি টাকার সমপরিমাণ।

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮১ কোটি ৮০ লাখ ডলার (২ ৮২ বিলিয়ন), যার টাকায় পরিমাণ প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। মাসজুড়ে প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি। এর আগে মে মাসে এসেছে ২.৯৭ বিলিয়ন ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ এবং মার্চ মাসে এসেছিল সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল এমন : জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুন মাসে এসেছে ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১০

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১১

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৩

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৪

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৫

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৬

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৭

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১৮

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১৯

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

২০
X