বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ের প্রথম ৭ দিনে এলো ৮১২৫ কোটি টাকার রেমিট্যান্স

মার্কিন ডলার। ছবি : সংগৃহীত
মার্কিন ডলার। ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুটা প্রবাসী আয়ের দিক থেকে শক্তিশালী সূচনা হয়েছে। মাসের প্রথম সাতদিনে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৬৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১২৫ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

সোমবার (০৭ জুলাই) একদিনেই দেশে এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার, যার অর্থমূল্য ২ হাজার ৯১৫ কোটি ৮০ লাখ টাকা। এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের এই সময়ে এসেছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৬ হাজার ৪১২ কোটি টাকার সমপরিমাণ।

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮১ কোটি ৮০ লাখ ডলার (২ ৮২ বিলিয়ন), যার টাকায় পরিমাণ প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। মাসজুড়ে প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি। এর আগে মে মাসে এসেছে ২.৯৭ বিলিয়ন ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ এবং মার্চ মাসে এসেছিল সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল এমন : জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুন মাসে এসেছে ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত

শাহজালালে বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনাসহ দুজন আটক

জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর করলেন আহতরা

ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, যুবক আটক

মুরাদনগরের সেই নারীর ১২ দিন পর ডাক্তারি পরীক্ষা

সাগরে আড়াই ঘণ্টা, মায়ের কোলেই প্রাণ গেল শিশু আব্দুর রহমানের

অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয় : দুদক

ভাড়া দিতে দেরি করায় ভাড়াটিয়াকে ভেতরে রেখেই তালা দিলেন মালিক

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা বাতিল 

১০

ষড়যন্ত্রকারীরা যত চেষ্টাই করুক, সফল হবে না : আমিনুল হক

১১

ভারতীয় নার্সের ফাঁসি হতে যাচ্ছে ইয়েমেনে

১২

ইসরায়েলের ৫ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র : রয়টার্স

১৩

সিলেটের ডিসির সঙ্গে আরিফের সমঝোতা!

১৪

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের

১৫

ঢাকা কলেজে উন্মুক্ত পাঠাগার

১৬

প্রতিরক্ষা সচিব পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

১৭

পাকিস্তানে স্বনামধন্য ২৭ ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশ

১৮

জমি দখল করতে এসে দুই ভুয়া মেজর আটক

১৯

এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায়

২০
X