কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর সিদ্ধান্ত দ্রুত নেবে ইউজিসি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। সার্বিক সক্ষমতা যাচাই করে উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হবে।

সোমবার (১২ মে) ইউজিসি অডিটোরিয়ামে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ (সংশোধন-২০২৪) এর বিষয়ে অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। সমাজের বিভিন্ন সমস্যা বিশ্ববিদ্যালয়কেও প্রভাবিত করে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিক সমস্যা নিয়ে গবেষণা পরিচালনা করে সমস্যার সমাধান বের করতে হবে। পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিক অবস্থা গুরুত্ব সহকারে অনুধাবন করে তাদের প্রত্যাশা পূরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ইউজিসি উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রসারে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আলাদাভাবে দেখতে চায় না। ইউজিসি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয় বরং সহায়ক প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখতে চায় বলে তিনি মন্তব্য করেন।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক নূরী শাহরীন ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উচ্চশিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে একটি যথার্থ আইনি কাঠামোর মধ্যে থেকে এ বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান নিশিচত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করতে ইউজিসি একটি সহযোগী প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে যাচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন ও বিভিন্ন নীতিমালা তৈরি ও সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। যুগের চাহিদা পূরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সুষ্ঠু পরিচালনার স্বার্থে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সংশোধনের উদ্যোগ নেওয়া যেতে পারে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নাকিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম, নর্থ সাইথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. নুরুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. ইউসুফ হায়দার, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি, ইউজিসির সচিব, বিভিন্ন বিভাগের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাইল ছাত্রদল-বাগছাস-বাম

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর দালালদের হামলা

ছাত্রদলের সভায় যোগ দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু

বিক্রয়-এর নতুন উদ্যোগ ‘মোটরগাইড বাংলাদেশ’

গরবিনী মা সম্মাননার ১ যুগপূর্তি

প্রধান উপদেষ্টার আগমনে নিরাপত্তার চাদরে চট্টগ্রাম

যুদ্ধবিরতির পর ভারত-পাকিস্তান সামরিক কর্মকর্তাদের ফোনালাপ

পার্লামেন্ট অধিবেশনের আহ্বান, মোদির কাছে ক্ষয়ক্ষতির হিসাব চাইবে বিরোধী দল?

পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি ইউপি সদস্যের

১০

পাকিস্তানের হাইকমিশনার অনির্দিষ্টকালের ছুটিতে

১১

চট্টগ্রাম সার্কিট হাউসের পাশের প্রাঙ্গণকে মুক্তাঙ্গন করার দাবি

১২

পাক-ভারত সংঘাতে দুই ঈগলে এগিয়ে কোনটি

১৩

সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন ড. ফরহাদ

১৪

প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিলেন আনচেলত্তি

১৫

কুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

১৬

লক্ষ্মীপুরে বিদেশি মুদ্রাসহ আটক ২

১৭

ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক?

১৮

হাটহাজারীতে তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার হাঁসুয়া-চাপাতি-ছুরি

১৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে হামলা, আহত ১০

২০
X