ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জাতির স্বার্থে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে : ঢাবি ভিসি

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। ছবি : সংগৃহীত
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, জাতির স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, আমাদের সবার স্বার্থে পুলিশের সঙ্গে মিলেই এই হত্যাকাণ্ডের (সাম্য হত্যাকাণ্ড) রহস্য উদঘাটন করতে হবে।

রোববার (১৮ মে) বেলা ১১টায় সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আয়োজিত এক কর্মসূচিতে উপস্থিত হয়ে এ কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, জাতির স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, আমাদের সবার স্বার্থে পুলিশের সাথে মিলেই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে। আমরা ঘটনার পরপরই হাসপাতালে গিয়েছি। ঘটনার শুরু থেকেই সাম্যের পরিবারের সাথে যোগাযোগ রাখছি, আজকেও যোগাযোগ হয়েছে। পুলিশকে আমরা ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ সরবরাহ করেছি। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। আজকে থেকে তাদের রিমান্ড শুরু হবে।

তিনি আরও বলেন, আমরা সাম্যের আত্মার মাগফিরাত কামনায় গত শুক্রবার জুম্মার পরে সিনেট ভবনে দোয়ার আয়োজন করেছিলাম। এছাড়াও একইদিন আসর নামাজের পরে সাম্যের নিজ হল স্যার এ এফ রহমান হলে দোয়ার আয়োজন করা হয়।

মামলার অগ্রগতির বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বিচারকার্যের অগ্রগতির জন্য নিয়মিত ডিএমপি কমিশনারের যোগাযোগ রাখা হচ্ছে।

উপাচার্য আরও বলেন, আমরা গত ১৬ মে গণপূর্ত অধিদফতর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছি। এর পরপরই টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেইট দেওয়াল তুলে স্থায়ীভাবে বন্ধ করার কাজ শুরু করেছি।

ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ সম্পর্কে তিনি বলেন, আমরা এর আগেও ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণের কাজ শুরু করেছিলাম। কিন্তু বেশ কিছু অংশীজনের আপত্তির কারণে তা ঠিকমতো করা যায়নি। এখন আবার পুরোদমে বহিরাগত নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। আমরা এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই।

প্রসঙ্গত, গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় মামলা

মানবপাচারকারী ফখরুলের পক্ষে সাফাই  / সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত সভা শেষ করলেন আয়োজকরা

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

১০

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

১১

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

১২

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১৩

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১৪

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১৫

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১৭

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৮

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৯

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০
X