কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক সংকটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ। ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ। ছবি : সংগৃহীত

সরকারি-বেসরকারি কলেজগুলোতে শিক্ষক ও প্রদর্শকের তীব্র সংকটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার গুণগত মান ধরে রাখতে জরুরি ভিত্তিতে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক নিয়োগের পাশাপাশি নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

রোববার (২৫ মে) চট্টগ্রামে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য তার বক্তব্যে শিক্ষক সংকটের ভয়াবহতার ওপর জোর দিয়ে বলেন, ‘সম্প্রতি বেশ কিছু কলেজ পরিদর্শনকালে আমি দেখেছি, কলেজগুলোতে ভয়াবহ শিক্ষক সংকট রয়েছে। এ অবস্থায় একটা দেশের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।’

তিনি উল্লেখ করেন, শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদানে বাধা সৃষ্টি হচ্ছে এবং এর ফলে শিক্ষার সার্বিক গুণগত মান পিছিয়ে পড়ছে।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য জানান, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ও চাহিদা অনুযায়ী নতুন সিলেবাস প্রণয়ন, সিলেবাস সংস্কার, আইসিটি সফটওয়্যার স্কিল, হার্ড স্কিল এবং ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ক্লাসে ফিরিয়ে আনার নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিক্ষকদের প্রশিক্ষণ, কলেজ মনিটরিং এবং কলেজ অডিটিংসহ নানা পদক্ষেপ চলমান রয়েছে।

ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম (NUSDF)-আয়োজিত ‘শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫’-এর এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এনইউএসডিএফ বাংলাদেশের সাথে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোর শিক্ষকদের দক্ষতা উন্নয়নেও কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাঙচিল মিউজিক এর প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন আ.ন.ম সরওয়ার আলম, অধ্যক্ষ ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সায়েম মো. জান্নাতুন নূর, পরিচালক গণ উন্নয়নকেন্দ্র, আরিফ আহমদ, সহকারী মহাব্যবস্থাপক ও প্রধান, কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, বাদল সৈয়দ, সদস্য (গ্রেড-০১), জাতীয় রাজস্ব বোর্ড, লেখক এবং প্রতিষ্ঠাতা, পে ইট ফরোয়ার্ড ও অনেস্ট এবং শাফায়েত হাসান, ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, ব্যবসা এবং শাখা-এনসিসি ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১০

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১১

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১২

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

১৩

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

১৪

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

১৫

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

১৬

মুম্বাইয়ের জৌলুস যাকে বাঁধতে পারেনি!

১৭

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

১৮

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

১৯

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

২০
X