কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন ডিসেম্বর না জুন এই বিতর্কের সমঝোতা ভিত্তিক সমাধান চায় এবি পার্টি’ 

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার বাসভবন যমুনায় সর্বদলীয় বৈঠক। ছবি : কালবেলা
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার বাসভবন যমুনায় সর্বদলীয় বৈঠক। ছবি : কালবেলা

নির্বাচন ডিসেম্বরে করতে কি সমস‍্যা? অনিবার্য কারণে জুন পর্যন্ত সময় লাগলে অসুবিধা কী? অন্তর্বর্তী সরকার ও বিএনপির কাছে এর উত্তর ও ব্যাখ্যা চেয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। নির্বাচন ডিসেম্বর না জুন? এই বিতর্কের সমঝোতা ভিত্তিক সমাধানও চেয়েছে দলটি।

রোববার (২৫ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার বাসভবন যমুনায় সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের পর সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে এসব কথা জানায় দলটি।

এবি পার্টি নেতা মজিবুর রহমান মঞ্জু বৈঠকে প্রদত্ত বক্তব্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, আমরা প্রত‍্যক্ষ-পরোক্ষ বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করতে চান। কারণ বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি-দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ারবহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে আপনার স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তাতে আপনি বিরক্ত ও ক্ষুব্ধ।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম সাক্ষাতে আমরা আপনাকে বলেছিলাম- আপনার এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং এবং এতে ব্যর্থ বা পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি তাতে সায় দিয়েছিলেন এবং সবার নিকট সর্বাত্মক সহযোগিতা চেয়েছিলেন। আমরা বিনয়ের সাথে জানিয়েছিলাম বাস্তব কারণে আপনার সাথে বড় রাজনৈতিক দলগুলোর সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা আছে, এক্ষেত্রে একটি সমন্বয় টিম গঠন করা দরকার যারা শুধু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা-সমন্বয় ইত্যাদি গুরুদায়িত্ব পালন করবেন। আপনার সহযোগী উপদেষ্টাদের কারও কারও পরামর্শ বা অনীহার কারণে আপনি সেটা করেননি। পরবর্তীতে বহু পরে আপনি জাতীয় ঐকমত‍্য কমিশন নামে যে টিম গঠন করেছেন সেটা মূলত সংস্কার বিষয়ক কাজে নিজেদের নিবদ্ধ করেছে, কোনো ধরনের সমন্বয়ের দায়িত্ব তাদের দেওয়া হয়নি। ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি- বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের ব‍্যাপক সন্দেহ, সংশয়, গ‍্যাপ ও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

এ ছাড়া তিনি বলেন, নবগঠিত দল এনসিপির সাথেও কোনো কোনো ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা লক্ষ‍ করা গেছে। এমনকি গণঅভ্যুত্থানের কিং মেকার ছাত্রসমাজ তথা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ছাত্রীসমাজ, কলেজ, স্কুল ও জেন-জিদের মধ্যে যে বিভাজন রেখা পরিলক্ষিত হয়েছে সে ব্যাপারে সরকার নির্বিকার থেকেছে। এটা ক্রমশ সরকারের সমর্থনের ভিত্তিকে দুর্বল করে তুলেছে। মূলত, নির্বাচন ডিসেম্বরে করতে কি সমস্যা? অনিবার্য কারণে জুন পর্যন্ত সময় লাগলেই বা অসুবিধা কী? অন্তর্বর্তী সরকার ও বিএনপির কাছে জনগণ এর ব‍্যখ‍্যা জানতে চায়! আশা করি উভয় পক্ষ এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরবেন।

তিনি আরও বলেন, আমরা জানি, সরকারের কর্তৃত্ব ও পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া রাষ্ট্র শাসন করা অসম্ভব একটি ব্যাপার। মনে হচ্ছে সিভিল ও সামরিক প্রশাসনের উপর অন্তর্বর্তীকালীন সরকারের এখনো পূর্ণ নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। যা গতকাল উপদেষ্টা পরিষদের বিবৃতিতে আরও স্পষ্ট হয়েছে। আমরা মনে করি, গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর পরস্পর স্বার্থকেন্দ্রিক অনৈক্য, মতাদর্শগত বিরোধ এবং পারস্পরিক বাকবিতণ্ডা এবং ব্লেমগেমও সরকারের স্বাভাবিক কার্যক্রমের জন‍্য মারাত্মক ক্ষতিকর হয়েছে। কিন্তু এসব বিষয় সমাধানে সরকারের বিশেষ কোনো চেষ্টা বা আন্তরিক উদ্যোগ আমাদের দৃষ্টিগোচর হয়নি। কোনো কোনো ক্ষেত্রে সরকারের সাথে সংশ্লিষ্টরাও এসব বিষয়কে আরও জটিল করে তুলেছেন।

এমতাবস্থায় শুধু আহ্বান, আনুষ্ঠানিক বৈঠক বা আশা পোষণ জাতীয় বিবৃতি দিয়ে এ সংকটের সমাধান হবে না। কাদা ছোড়াছুড়ি ও পরস্পর দোষারোপ পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলবে। আপনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে কিংবা পুরো উপদেষ্টা পরিষদ পদত্যাগ করলেও কোনো লাভ হবে না, বরং দেশ এক অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হবে। আমরা মনে করি, বিবদমান পক্ষগুলোর মধ‍্যে সঠিক উপলব্ধি, ছাড় দেওয়ার মনোভাব প্রদর্শন, ইগো পরিত‍্যাগ ও সমঝোতামূলক পদক্ষেপই উত্তম সমাধান। সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে সরকারের পক্ষ থেকে যেসব গ‍্যাপ ও ঘাটতি পরিলক্ষিত হয়েছে তা সংশোধনে উদ্যোগ নেওয়া দরকার।

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, সংশোধন, পরিমার্জনসহ জাতীয় ঐক‍্য ফিরিয়ে আনার চেষ্টা করা এবং সরকারের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রয়োজনে কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। সবার ঐকমত‍্যে গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র ও জাতীয় সনদ তৈরি করুন। নির্বাচন, সংস্কার ও ফ‍্যাসিবাদী-খুনিদের বিচারের একটি রোড ম‍্যাপ ঘোষণা করুন।

তিনি বাংলাদেশে অবস্থানরত উর্দু ভাষাভাষী মানুষদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করে বলেন, দীর্ঘ সময় তারা দেশে অবস্থান করলেও সরকারের বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত। এ বিষয়ে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার যদি ব‍্যর্থ হয় তা হবে জাতির জন্য এক ঐতিহাসিক পরাজয়। একমাত্র বাংলাদেশি নোবেল লরিয়েট হিসেবে আপনার বিশ্বসম্মান ক্ষতিগ্রস্ত হবে। সবচাইতে ভয়াবহ ব্যাপার হবে, বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণরা চরমভাবে আশাহত হবে এবং সহস্র শহীদের প্রাণ ও রক্তের কাছে আমরা সবাই অভিশপ্ত হিসেবে চিহ্নিত হবো। অনুগ্রহ করে আপনি আপনার অবস্থানকে সংহত ও সুসংগঠিত করুন।

সবার ভুল-ত্রুটি মান-অভিমান-স্বার্থের ঊর্ধ্বে উঠে অসাধারণ এক ঐক্যবদ্ধতা তৈরি করুন। পরাজিত ফ‍্যাসিবাদকে উৎসাহিত-আশান্বিত হতে দেবেন না। সীমান্তের বাইরের সব আগ্রাসী শক্তির জেগে ওঠা স্বপ্নকে ধূলিসাৎ করে দিন। বাঁচলে সবাই আমরা একসাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের পরাজয় বা পিছু হটার কোনো পথ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের

তৃতীয়বারের মতো লাহোরের পিএসএল শিরোপা জয়

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ১

শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা?

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক হলের নামফলক পরিবর্তন

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

তারুণ্যের সমাবেশ সফলে গোপালগঞ্জে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

সরকারের কথাবার্তা-চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে : রিজভী

উচ্চগতির ব্রডব্যান্ডের সংযোগ পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট

১০

মেহেরপুরে মিনি চিড়িয়াখানায় অভিযান, ২৭টি বন্যপ্রাণী উদ্ধার

১১

‘বিষপান করা’ চোখ হারানো ৪ যুবকের পাশে তারেক রহমান

১২

নরসিংদীতে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

১৩

৪ অপরাধে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা

১৪

বাংলাদেশে প্রতি ৫ জনের একজন খাদ্যজনিত অসুস্থতায় ভোগে

১৫

‘নির্বাচন ডিসেম্বর না জুন এই বিতর্কের সমঝোতা ভিত্তিক সমাধান চায় এবি পার্টি’ 

১৬

কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পায় : আমিনুল হক

১৭

বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় গণতন্ত্র মঞ্চ

১৮

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ, বদলি খালেদ

১৯

চট্টগ্রামকে আন্তর্জাতিক বিনিয়োগের হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে : চসিক মেয়র

২০
X