চট্টগ্রামকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য প্রস্তুত করতে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থায় যুগোপযোগী উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (২৫ মে) নগরীর কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম-২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রোববার থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এ আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৩ জুন পর্যন্ত। এতে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, চীন, থাইল্যান্ড ও ইরানসহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলার মাধ্যমে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়বে এবং নতুন বাজার গঠনের সুযোগ তৈরি হবে।
মেয়র বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বাণিজ্যিক নগরী। এ শহরকে আন্তর্জাতিক বিনিয়োগবান্ধব নগরীতে পরিণত করতে আমরা অবকাঠামো, সড়ক, রেল ও বন্দর ব্যবস্থায় আধুনিকায়নের কাজ করছি। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরিকল্পনা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘বাণিজ্যিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে এমন মেলার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া। স্বাগত বক্তব্য দেন পাকিস্তান থেকে আগত ব্যবসায়ী আফসা মনসুর।
মন্তব্য করুন