কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১:১১ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:৫৪ এএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে হাওর, দ্বীপ ও চরাঞ্চলের শিক্ষকদের জন্য সুখবর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে দেশের হাওর, দ্বীপ ও চর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোয় কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক নতুন প্রজ্ঞাপনে হাওর, দ্বীপ ও চর এলাকার স্থায়ী বাসিন্দাদের নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন ভাতা না পাওয়ার পূর্বশর্তটিও বাতিল করা হয়েছে।

আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গণশিক্ষা উপদেষ্টার নির্দেশ এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে এই বিশেষ ভাতা বন্ধ হয়ে যায়। যা এসব অঞ্চলের শিক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল।

হাওর, দ্বীপ ও চরাঞ্চলের ভৌগোলিক প্রতিকূলতা ও যোগাযোগব্যবস্থার অসুবিধার কারণে এসব এলাকায় শিক্ষকতা করা অত্যন্ত চ্যালেঞ্জিং।

মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ভাতা চালুর ফলে যোগ্য শিক্ষকদের ধরে রাখা সহজ হবে এবং নতুন শিক্ষকরা এসব এলাকায় কাজ করতে উৎসাহিত হবেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি শিক্ষকদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং তারা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন।’

উল্লেখ্য, গত ২৬ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে হাওর, দ্বীপ, চর হিসেবে ঘোষিত উপজেলাগুলোর স্থায়ী বাসিন্দাদের নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন ভাতা না পাওয়ার শর্তটি বাতিল করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এসব প্রতিকূল এলাকার স্থায়ী বাসিন্দারা যদি নিজ উপজেলায় কর্মরত থাকতেন, তাহলে তারা হাওর, দ্বীপ, চর ভাতা পেতেন না। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে এসব এলাকার স্থায়ী বাসিন্দারাও নিজ এলাকায় কর্মরত থাকলে এই ভাতা প্রাপ্ত হবেন।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলমের সই করা এই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাওর, দ্বীপ ও চর এলাকার স্থানীয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

তসবিহ হাতে খুনিদের ফাঁসি চাইলেন ইমরানের মা

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

১০

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে গুলি

১১

সৌদিতে ভারী বৃষ্টিতে ভূমিধস

১২

কিশোর গ্যাং সংস্কৃতি দমনে মাঠ ভিত্তিক ক্রীড়া পরিচালনার আহ্বান চসিক মেয়রের

১৩

আইইএলটিএসে ৮০ হাজার প্রার্থীর ভুল ফলাফল, বাংলাদেশে প্রশ্নফাঁস

১৪

ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

১৫

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস / পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

১৬

অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট জব্দসহ আটক ১

১৭

রাত ১১টা হলেই বন্ধ থাকে গ্যাস সরবরাহ, এলাকাবাসীর ক্ষোভ

১৮

নিখোঁজের ৩৩ বছর পর বাড়ি ফেরা সেই মোবারক মারা গেছেন

১৯

বরিশালে হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুললেন ফুয়াদ

২০
X