কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১:১১ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:৫৪ এএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে হাওর, দ্বীপ ও চরাঞ্চলের শিক্ষকদের জন্য সুখবর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে দেশের হাওর, দ্বীপ ও চর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোয় কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক নতুন প্রজ্ঞাপনে হাওর, দ্বীপ ও চর এলাকার স্থায়ী বাসিন্দাদের নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন ভাতা না পাওয়ার পূর্বশর্তটিও বাতিল করা হয়েছে।

আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গণশিক্ষা উপদেষ্টার নির্দেশ এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে এই বিশেষ ভাতা বন্ধ হয়ে যায়। যা এসব অঞ্চলের শিক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল।

হাওর, দ্বীপ ও চরাঞ্চলের ভৌগোলিক প্রতিকূলতা ও যোগাযোগব্যবস্থার অসুবিধার কারণে এসব এলাকায় শিক্ষকতা করা অত্যন্ত চ্যালেঞ্জিং।

মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ভাতা চালুর ফলে যোগ্য শিক্ষকদের ধরে রাখা সহজ হবে এবং নতুন শিক্ষকরা এসব এলাকায় কাজ করতে উৎসাহিত হবেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি শিক্ষকদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং তারা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন।’

উল্লেখ্য, গত ২৬ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে হাওর, দ্বীপ, চর হিসেবে ঘোষিত উপজেলাগুলোর স্থায়ী বাসিন্দাদের নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন ভাতা না পাওয়ার শর্তটি বাতিল করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এসব প্রতিকূল এলাকার স্থায়ী বাসিন্দারা যদি নিজ উপজেলায় কর্মরত থাকতেন, তাহলে তারা হাওর, দ্বীপ, চর ভাতা পেতেন না। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে এসব এলাকার স্থায়ী বাসিন্দারাও নিজ এলাকায় কর্মরত থাকলে এই ভাতা প্রাপ্ত হবেন।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলমের সই করা এই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাওর, দ্বীপ ও চর এলাকার স্থানীয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তান কার সামরিক শক্তি কেমন

চট্টগ্রাম-৭ আসনে জামায়াতের নতুন প্রার্থীর নাম ঘোষণা

পাচারকালে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে বড় দুঃসংবাদ

রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

জিসানের মাটিচাপা মরদেহ মিলল প্রতিবেশীর উঠানে

আশা’র আয়োজনে ‘সাহসী কন্যাদের গল্পকথা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর

ফিল্মফেয়ারে রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’

১০

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

১১

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

১২

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

১৩

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

১৪

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

১৫

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

১৬

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

১৭

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

১৮

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

১৯

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

২০
X