কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দাবি না মানলে সড়ক অবরোধ চলবে : ইউআইইউ শিক্ষার্থীরা

নতুনবাজার মোড়ে ইউআইইউ শিক্ষার্থীদের অবস্থান। ছবি : কালবেলা
নতুনবাজার মোড়ে ইউআইইউ শিক্ষার্থীদের অবস্থান। ছবি : কালবেলা

বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার মোড় এলাকা শনিবার (২১ জুন) সকাল থেকেই অবরোধ করে রেখেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। পুলিশের লাঠিচার্জে একবার রাস্তা ফাঁকা হলেও ১০ মিনিট পর শিক্ষার্থীরা ফের অবস্থান নেন। এতে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। তারা জানান, তাদের ৫ দফা দাবি না মানা হলে নতুনবাজার সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। পাশাপাশি দ্রুত দাবি না মানলে ঢাকা ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ার করেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো :

১. অন্যায়ভাবে সব বহিষ্কৃত শিক্ষার্থীকে নিঃশর্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

২. বহিষ্কার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম-অসুবিধা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রিফর্ম দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে।

৪. বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে।

৫. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল করতে হবে।

এর আগে, সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা।

তখন ইউআইইউ শিক্ষাথী মুস্তাসিম ফুয়াদ বলেন, আজ সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করছি। ইউআইইউ প্রশাসনের অবৈধভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সক্রিয় রাজনৈতিক সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ,ছাত্রদের মত প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ।

তিনি আরও বলেন, এই আন্দোলন দেশের বেসরকারি উচ্চশিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল ইউআইইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে, শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা দাবি করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারে এনডিএ জোটের বড় জয়

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

১০

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারার উদ্দেশে জ্যোতি

১১

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

১২

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

১৩

টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে পাম তেলের দাম

১৪

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরো, সামনে আসছে আরও নতুন তথ্য

১৫

ওটি ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

১৬

‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’

১৭

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

হিমেল হাওয়ার দাপট, ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৯

শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

২০
X