চাকরি জাতীয়করণের দাবিতে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য জোট।
শনিবার (২ সেপ্টেম্বর) সমিতির নয়াপল্টন কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সকালের অধিবেশন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং বিকেলের অধিবেশনে প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাশিস মহাসচিব মো. জাকির হোসেন সভা পরিচালনা করেন এবং ৬৪ জেলার প্রতিনিধি মহাসমাবেশের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। ১৫টি শিক্ষক কর্মচারী সংগঠনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এই অবৈধ সরকার বিগত ১৫ বছরে শিক্ষক কর্মচারীদের কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের অসত্য ইতিহাস শিখাচ্ছেন। তিনি বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবির প্রতি সরকারের অবহেলা ও উদাসীনতা শিক্ষক কর্মচারীদের রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে। সরকারকে আমরা অনেক বার আল্টিমেটাম দিয়েছি। আমরা বাধ্য হয়ে ২৩ সেপ্টেম্বর মহাসমাবেশ আহ্বান করতে বাধ্য হচ্ছি।
এ সময় ২৩ সেপ্টেম্বর দলমত নির্বিশেষে সকল শিক্ষক কর্মচারীদের ঢাকায় মহাসমাবেশে যোগদানের আহ্বান জানান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
মন্তব্য করুন