ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) এবং ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিইএএন)-এর আওতাধীন বিটিইবি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউটসমূহ ড্যাফোডিল পলিটেকনিক ইনিস্টিটিউট (ডিপিআই), ড্যাফোডিল টেকনিক্যাল ইনিস্টিটিউট (ডিটিআই), ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি (ডিআইআইটি), বাংলাদেশ স্কিল ডেফেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি (ডিআইইটি) বাংলাদেশ স্কিল ডেফেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি (ডিআইইটি), ড্যাফোডিল ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডিআইইটি) ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)-এর মধ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিইএএন)-এর আওতাধীন বিটিইবি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউটসমূহ ড্যাফোডিল পলিটেকনিক ইনিস্টিটিউট (ডিপিআই), ড্যাফোডিল টেকনিক্যাল ইনিস্টিটিউট (ডিটিআই), ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি (ডিআইআইটি), বাংলাদেশ স্কিল ডেফেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি (ডিআইইটি), ড্যাফোডিল ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডিআইইটি) ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইউসেট-এ উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করা।
চুক্তিতে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোশাররাফ হোসাইন এবং বিটিইবি- অধিভুক্ত পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের পক্ষে স্বাক্ষর করেন রথীন্দ্র নাথ দাশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির উপাচার্য (ডেজিগ্নেটেড) অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক এবং ডেফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষগণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শতাধিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগ্নেটেড) অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক তার বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সফলতার ক্ষেত্রে শিক্ষার্থীদের দরকার ১শতাংশ মেধা আর ৯৯শতাংশ পরিশ্রম। এবং এর মাধমে বর্তমান বিশ্বে সফলতার আসনে অধিষ্ঠিত হওয়া সম্ভব। তাই তিনি সকল শিক্ষার্থীকে নিজ নিজ দক্ষতার ওপর মনোনিবেশ করার আহ্বান জানান।
ডেফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান তার ভাষণে এই চুক্তির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং বিটিইবি-অধিভুক্ত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে এই সমঝোতা স্মারক একটি তাতপর্যপুর্ণ বিষয়। এর ফলে সব পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শিক্ষার্থীরা ইউসেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করে তাদের সর্বোচ্চ শ্রম এবং মেধা বিনিয়োগের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সুনাম বয়ে আনবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি পুনর্ব্যক্ত করেন, উচ্চশিক্ষার পাশপাশি নিজ নিজ বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন