

পবিত্র কাবা শরিফ, যা বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদস্পন্দন এবং পরম প্রশান্তির প্রতীক। যেখানে মানুষ যায় গুনাহ মাফের আকুতি আর আত্মিক প্রশান্তি খুঁজতে, সেখানেই ঘটে গেল এক রুদ্ধশ্বাস ও হৃদয়বিদারক ঘটনা। ইবাদতকারীদের কলতানে মুখরিত কাবা প্রাঙ্গণে হঠাৎই নেমে এলো এক বিষণ্ণ ছায়া।
বৃহস্পতিবার পবিত্র কাবা শরিফের তাওয়াফ চত্বরে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। কাবার চারপাশ প্রদক্ষিণের জন্য তৈরি করা উঁচু কাঠামো থেকে তিনি হঠাৎ নিচে ঝাঁপিয়ে পড়েন। নিচে অবস্থানরত নিরাপত্তারক্ষীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটকানোর বা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন।
নিচে থাকা একজন বীর নিরাপত্তারক্ষী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে ধরার চেষ্টা করলে ওই ব্যক্তি সরাসরি তার গায়ের ওপর পড়েন। এতে আত্মহত্যা চেষ্টাকারী ব্যক্তি যেমন আহত হন, তেমনি তাকে বাঁচাতে গিয়ে ওই নিরাপত্তারক্ষীও গুরুতর আঘাত পান।
সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এবং সংবাদমাধ্যম ‘সিয়াসাত’ এই চাঞ্চল্যকর ঘটনার খবর নিশ্চিত করেছে। ঘটনার পরপরই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উভয়কেই উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জননিরাপত্তা অধিদপ্তর এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনার সময় উপস্থিত অন্যান্য হাজি ও ওমরাহ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, যাতে কোনো ধরনের আতঙ্ক না ছড়ায়। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয়, তিনি কোন দেশের নাগরিক কিংবা ঠিক কী কারণে এমন চরম পথ বেছে নিয়েছেন, সে সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
শান্তি ও নিরাপত্তার চাদরে ঢাকা এই পবিত্র স্থানে এমন আত্মহত্যার চেষ্টা এবারই প্রথম নয়। ২০১৭ সালে এক সৌদি নাগরিক নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তিনি বেঁচে যান। ২০১৮ সালে কাবা চত্বরে তিনটি পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছিল। আর চলতি বছরের শুরুতে আরও এক ব্যক্তি উঁচু থেকে লাফিয়ে পড়ে জীবন বিসর্জন দিয়েছিলেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন