রাত ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোর গেট বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনেও কেউ বাইরে যেতে পারে না, এটি হল প্রশাসনের গাফিলতি বলে মন্তব্য করেছেন ছাত্রদল প্যানেল শামসুন্নাহার হল সংসদের জিএস পদপ্রার্থী রাবেয়া খানম জেরিন।
কালবেলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
জেরিন বলেন, আমাদের হলের দোকানগুলো রাত ১০টার পর বন্ধ হয়ে যায়; কিন্তু ছেলেদের বেলায় ভিন্ন। এদিক থেকে চিন্তা করতে গেলে মেয়েদের অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি চাইব এগুলোর সংস্কার দরকার এবং এ ব্যাপারে যা যা উদ্যোগ নিতে হবে আমি গ্রহণ করব।
জেরিন আরও বলেন, এ ছাড়াও মেয়েরা একটি হল থেকে অন্য হলে অবাধে যাতায়াত করতে পারে না। আমি চাইব যাতে মেয়েরা নিজেদের আইডি কার্ড শো করে একই হল থেকে আরেকটি হলে যাতায়াত করতে পারে। ছেলেরা যেভাবে একটি হল থেকে আরেকটি হলে যাতায়াত করতে পারে। বর্তমান সময়ে এ নিয়মগুলো হল প্রশাসনের গাফিলতি ছাড়া কিছুই না।
মন্তব্য করুন