কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির জসীম উদ্‌দীন হলের একই রুম থেকে বিসিএস ক্যাডার হলেন ইমতিয়াজ-জাকির 

বাঁ দিকে মো. ইমতিয়াজ হোসেন ও ডানে মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত
বাঁ দিকে মো. ইমতিয়াজ হোসেন ও ডানে মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হলের ৪০৮ নম্বর কক্ষ থেকে ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মো. ইমতিয়াজ হোসেন ও মো. জাকির হোসেন।

মো. ইমতিয়াজ হোসেন চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়া খান নগরের বাসিন্দা। তিনি লামাবাজার এ.এ.এস সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ৪৯তম বিসিএসে ইমতিয়াজ ফিন্যান্স ও ব্যাংকিংয়ের লেকচারার পদে সুপারিশপ্রাপ্ত হন। তার মেধাক্রম ৯।

ইমতিয়াজ বলেন, ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অর্জন। এই সাফল্যের পেছনে সবসময় পাশে থাকা আমার পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। ঢাকার বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে শিক্ষা গ্রহণের সময় যে জ্ঞান, মূল্যবোধ ও অনুপ্রেরণা পেয়েছি, তা আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল ও পরিশ্রমী হতে উৎসাহ দেবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, শিক্ষা মানুষের সম্ভাবনাকে বিকশিত করার সবচেয়ে কার্যকর শক্তি। ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করতে একজন শিক্ষক হিসেবে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখাই আমার মূল লক্ষ্য। এই সাফল্য আমার নয়- এটি আমার পরিবার, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সকলের সম্মিলিত প্রেরণার ফল।

অন্যদিকে মো. জাকির হোসেন কুমিল্লার হোমনা থানার উলুকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

মো. জাকির হোসেন বলেন, সর্বশক্তিমান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এতদিন আমাকে সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছেন- পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষী- তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। এই অর্জন আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। এখন মনে হচ্ছে, নিজেকে আরও দক্ষ ও পরিশ্রমী হিসেবে গড়ে তোলার এটাই যথাযথ সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে ডিএনসিসির নির্দেশ

জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

মৃত্যুর আগে ১১ জনকে দায়ী করে বিএনপি নেতার ভিডিও বার্তা

মিরপুর টেস্টে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিসিবির বিশেষ সুবিধা

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাবর

কারাবন্দি সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

মাদুরোর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, সেনা মোতায়েনেরও সম্ভাবনা

মর্টার শেলের আঘাতে কেঁপে উঠল পুরো এলাকা

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

১০

শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১১

আকর্ষণীয় দাড়ি চাইলে প্রয়োজন বাড়তি যত্নের, রইল টিপস

১২

নির্বাচন কবে, জার্মানির রাষ্ট্রদূতকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

দেশে মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা প্রকাশ

১৪

রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে

১৫

পুলিশের সামনে ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

১৬

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেতা

১৭

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে, সেনাবাহিনী কেন লক্ষ্যবস্তু?

১৮

‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে’

১৯

‘ছেলের কথা শুনতে পারলে কলিজাটায় শান্তি লাগতো’

২০
X