৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুলের পক্ষ থেকে ৪টি বাসের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বাস ছাড়বে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিবিএস পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল বাস সুবিধার এ উদ্যোগ নিয়েছে। তাদের সাফল্য কামনা করি।
বাস যাতায়াতের ৪টি রুট হলো-
১.জগন্নাথ বিশ্ববিদ্যালয়-ফার্মগেট-মিরপুর-জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গাড়ি চালক: মিলন হাওলাদার (01634325982)
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়-আজিমপুর-নীলক্ষেত-আসাদগেট-শ্যামলী-কল্যাণপুর-জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গাড়ি চালক: ওমর আলী (01718870456)
৩.জগন্নাথ বিশ্ববিদ্যালয়-মালিবাগ-মৌচাক-জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গাড়ি চালক: মনির হোসেন হাওলাদার (01773776532)
৪. জগন্নাথ বিশ্ববিদ্যালয়-যাত্রাবাড়ী-ডেমরা-জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গাড়ি চালক: জগদীশ কুমার দাস (01716117768)
মন্তব্য করুন