বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কাসাভার ১৩ পদের খাবার তৈরি করলেন বাকৃবির গবেষক

কাসাভার তৈরি খাবার। ছবি : সংগৃহীত
কাসাভার তৈরি খাবার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. ছোলায়মান আলী ফকির কাসাভার (যা শিমুল আলু হিসেবে পরিচিত) ১৩ পদের মুখরোচক খাবার তৈরি করেছেন। যার ব্যবহার দেশের খাদ্য নিরাপত্তা অর্জনের পাশাপাশি তরুণদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে দাবি করেছেন ওই গবেষক। তিনি এবং তার গবেষণা দল দীর্ঘ সময় ধরে কাসাভা (শিমুল আলু) নিয়ে গবেষণা করে প্রক্রিয়াজাত পণ্য তৈরি করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন। কাসাভার মূলের অংশ প্রক্রিয়াজাত করে কাসাভা রুটি, চিপস, কাসাভা-স্টার্চ, পশুখাদ্য, পাই, কেক, আটা, পাকুড়া, সিদ্ধ কাসাভা আলু, হালুয়া, তেল পিঠা, চপস, কাসাভা আলুর তরকারিসহ বিভিন্ন মুখরোচক খাদ্য তৈরি করতে সক্ষম হয়েছে ওই গবেষক দল।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ-বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি বৈশ্বিক উষ্ণতার প্রভাব এবং মাটির অনুর্বরতার বিবেচনায়, দেশের মানুষের শর্করার চাহিদা মেটাতে, বাংলাদেশে এ ফসলের মাঠ পর্যায়ের গবেষণা করে সফলতা পেয়েছেন।

সংবাদ সম্মেলনে ড. মো. ছোলায়মান আলী ফকির জানান, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শর্করা জাতীয় খাদ্য এবং প্রায় ৮০ কোটি মানুষের প্রধান খাদ্য, যা বাংলাদেশে শিমুল আলু হিসেবে পরিচিত। হেক্টরপ্রতি এই আলুর গড় ফলন ৩৫ থেকে ৫০ টন যেখান ধানের গড় ফলন ২ থেকে ৩ টন।

পাতার ফলন হেক্টরপ্রতি প্রায় ২৫ টন। এ ফসল চাষে মাটির ক্ষয় হয় বলে মূলত বাড়ির পাশের পতিত জমি ও পড়ে থাকা উঁচু জমিতে চাষের জন্য উপযুক্ত। এটি উচ্চ তাপমাত্রা এবং কম উর্বর মাটিতেও জন্মাতে সক্ষম। তবে মানুষ ও প্রাণির জন্য এ খাবার সর্বাবস্থায় সিদ্ধ করে খেতে হবে। বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে মানব জাতিসহ গৃহপালিত প্রাণির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

বৈরি আবহাওয়ায় ধান-গমের উৎপাদন কমছে। অপরদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এমতাবস্থায় ধান, গম, চালের ওপর নির্ভরতা কমাতে পারে কাসাভা।

গবেষক আরও জানান, কাসাভা সিদ্ধ করে, পুড়িয়ে এমনকি গোল আলুর মতো অন্যান্য তরকারির সঙ্গেও রান্না করে খাওয়া যায়। কাসাভা আটা গমের আটার সঙ্গে মিশিয়ে রুটি, পরোটা, কেক তৈরিতে ব্যবহার করা যায়। আমেরিকার দেশ হাইতি, মেক্সিকান রিপাবলিক, পেরাগুয়ে, পেরু, আফ্রিকার তানজনিয়া, কেনিয়া, জাম্ববিয়া, ঘানা, নাইজেরিয়া এবং এশিয়ার ভিয়েতনাম, ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্যে এবং ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে এই আলু স্যুপ, চিপস, ট্যাপিওকা (সাগুসদৃশ খাবার), পুডিং ইত্যাদি হিসেবে খাওয়া হয়। এ ছাড়া কাসাভার পাতার প্রক্রিয়াজাতকরণের পর উদ্ভাবিত পিলেট এবং আটা গরু, ছাগল, মহিষ, মাছ এবং পোলট্রিকে খাবার হিসেবে দেওয়া যায়।

তিনি আরও জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মে চাষ করে হেক্টরপ্রতি ৫০ টন ফলন পাওয়া গিয়েছে। বীজ ও শাখা কাটিংয়ের মাধ্যমে এর বংশবিস্তার হয়। প্রতি হেক্টরে প্রায় ৯ থেকে ১০ হাজার গাছ লাগানো যায়। গাছ লাগানোর ৭ থেকে ১০ মাস পরে আলু উত্তোলনের উপযোগী হয়। আলু তোলার ৩ থেকে ৫ দিনের মধ্যে ব্যবহার করতে হবে অন্যথায় পচন ধরতে শুরু করবে।

এ ছাড়াও তিনি জানান, কাসাভা গাছের সর্বত্র বিষাক্ত সায়ানোজেনিক গ্লুকোসাইড থাকে। তাই বিষাক্ত কিছু জাতের কাসাভার ডগা এবং পাতা খেয়ে গরু-ছাগল মারা যেতে পারে। তবে সিদ্ধ বা প্রক্রিয়াজাত করলে এই বিষক্রিয়া আর থাকে না। তাই কাসাভা আটা, স্টার্চ সম্পূর্ণ নিরাপদ। আলু উত্তোলনে মাটি ক্ষয় হওয়ার কারণে ফসলি জমিতে চাষ না করাই উত্তম। এ জন্য বড় পরিসরে বাণিজ্যিকভাবে এর চাষ না করে মাঝারি বা ছোট পরিসরে চাষ করে লাভবান হওয়া সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপ যাত্রা / যে সমুদ্রপথ কেড়ে নেয় হাজারো স্বপ্ন ও জীবন

বাঞ্জি জাম্পিংয়ের দড়ি ছিঁড়ে ১৮০ ফুট উঁচু থেকে পড়ে গেলেন যুবক

গণভোটের আইনি ভিত্তি নেই : রিজভী

নবান্নের পিঠার সুবাসে মুখর রাবি, কৃষি অনুষদে উৎসবের রং

ভয়াবহ ব্যাটিং ধসে সহজ ম্যাচ হেরে বসল ভারত

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৩৯৩ শিক্ষার্থী

কুমিল্লা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

উইন্ডোজ ১১-এ আসছে নতুন ফিচার

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

নাশকতার মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

১২

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

১৩

ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স: স্মরণ, শোক এবং নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার

১৪

গোমতী নদীর চরে গলায় কাপড় প্যাঁচানো কিশোরের মরদেহ

১৫

কেউ শোনে না চরাঞ্চলের শিক্ষকদের চাপা কান্না

১৬

ঘরেই বানিয়ে নিন সরষে-পোস্তো দিয়ে কাতলা মাছের ঝাল

১৭

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়ন নিলেন জবি ছাত্রদল নেতা

১৮

মুগ্ধতায় নুসরাত ফারিয়া

১৯

বাফুফের চিঠির জবাব দিল বিসিবি, যা লেখা তাতে

২০
X