জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হল ও শহীদ সালাম বরকত হল সংলগ্ন মসজিদের নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন দুই হলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। শুক্রবার (১ ডিসেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে নির্মাণাধীন মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু করা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী আবু মূসা ভূঁইয়া বলেন, মসজিদের কাজ নিয়ে এত তালবাহানা আমরা আর কোথাও দেখি নাই। এক বছরের মধ্যে এখনো নির্মাণকাজ শেষ করতে পারেনি। আমরা ডিসেম্বরের মধ্যে এই মসজিদে নামাজ পড়তে চাই।
শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী রাফিউল ইসলাম রনি বলেন, মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালবাহানা শুরু করেছে। এক বছরের মধ্যে বিভিন্ন অজুহাতে বারবার এ মসজিদের নির্মাণকাজ বন্ধ হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছি, আগামী ১০ তারিখের মধ্যে কাজ শুরু না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে আমরা তালা ঝুলিয়ে দেব। আমরা আগামী মাসের মধ্যে এই মসজিদে নামাজ শুরু করতে চাই।
দুই হলের শিক্ষার্থীদের জন্য সমন্বিত একটি মসজিদ নির্মাণ করা হয় ১৯৯০ সালে। ২০২২ সালের এপ্রিলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরাজীর্ণ পুরোনো মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। তবে শুরুতেই নকশা জটিলতার কারণে কয়েক মাস কাজ বন্ধ রাখা হয়। ৭৫০ জনের পরিবর্তে ৫৩৪ জন ধারণক্ষমতার নকশা প্রণয়নের প্রতিবাদে নির্মাণকাজ বন্ধ করে দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সংশোধিত নকশা প্রণয়ন করা হয়। কিন্তু পরিবর্তিত নকশায় নির্মাণ খরচ বৃদ্ধির কারণে মসজিদ নির্মাণের কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে নির্মাণ কাজ শুরু হলেও তা অত্যন্ত ধীরগতিতে চলতে থাকে।
এদিকে ২০২৩ সালের ১৯ আগস্ট সকালে ঢালাইয়ের কাজ চলাকালে ছাদ ধসের ঘটনা ঘটে। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হলেও সেটি বন্ধ করে রাখা হয়।
মন্তব্য করুন