বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বন্ধ ঘোষণা করার পর বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
বন্ধ ঘোষণা করার পর বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

শৈত্যপ্রবাহে কাঁপছে বগুড়া। সোমবার (২২ জানুয়ারি) জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সকালে জেলায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানিয়েছেন, আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তিনি জানান, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই এমন অবস্থা থাকতে পারে।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার ২ হাজার ৫৪০টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসকে সরকার ঘোষিত পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে- প্রভাতী শাখায় যথারীতি পাঠদান হয়েছে। তবে বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের বাসায় চলে যেতে বলা হয়। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সকালে অভিভাবকদের মুঠোফোনে ছুটির ক্ষুদে বার্তা পাঠানো হয়।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী বলেন, ‘আবহাওয়া অফিসের তথ্য পেয়ে জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সব উপজেলা শিক্ষা অফিসকে তা জানানো হয়েছে। সেখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বার্তা পৌঁছে দেওয়া হয়।’

বন্ধ প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৪৯টি, মাদ্রাসা ৩৬০টি এবং স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ৩০টি।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার প্রায় ১ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ছুটিও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

১০

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

১১

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

১২

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

১৩

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

১৪

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

১৬

ভূমিকম্পে রাবির হলে ফাটল, শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত

১৭

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

১৮

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

১৯

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

২০
X