বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বন্ধ ঘোষণা করার পর বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
বন্ধ ঘোষণা করার পর বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

শৈত্যপ্রবাহে কাঁপছে বগুড়া। সোমবার (২২ জানুয়ারি) জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সকালে জেলায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানিয়েছেন, আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তিনি জানান, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই এমন অবস্থা থাকতে পারে।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার ২ হাজার ৫৪০টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসকে সরকার ঘোষিত পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে- প্রভাতী শাখায় যথারীতি পাঠদান হয়েছে। তবে বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের বাসায় চলে যেতে বলা হয়। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সকালে অভিভাবকদের মুঠোফোনে ছুটির ক্ষুদে বার্তা পাঠানো হয়।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী বলেন, ‘আবহাওয়া অফিসের তথ্য পেয়ে জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সব উপজেলা শিক্ষা অফিসকে তা জানানো হয়েছে। সেখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বার্তা পৌঁছে দেওয়া হয়।’

বন্ধ প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৪৯টি, মাদ্রাসা ৩৬০টি এবং স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ৩০টি।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার প্রায় ১ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ছুটিও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১০

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১১

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১২

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১৩

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৪

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১৫

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৬

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৭

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৮

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৯

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

২০
X