

প্রতিনিয়ত বাংলা ভাষা থেকে সরে যাচ্ছে বাঙালিরা। মায়ের ভাষাকে ঠিকভাবে বলতে পারছে না বর্তমান প্রজন্ম। সময়ের সাথে সাথে প্রতিনিয়ত বিদেশি ভাষা স্থান করে নিচ্ছে বাংলা ভাষার ভেতর।
অথচ এই ভাষার জন্য বাঙালির কত সংগ্রাম। মাতৃভাষা বাংলা করতে দিতে হয়েছিল জীবন। শত সংগ্রামের পরে আমরা গর্ব করে কথা বলছি বাংলা ভাষাতে। অথচ সেই ভাষারই হচ্ছে এখন অপব্যবহার। বর্তমানে বাংলাতে দুটি বাক্য বলতে গেলে সেখানে বেশিরভাগ থাকে বৈদেশিক শব্দের ব্যবহার।
ভাষার মাসে ভাষা নিয়ে কথা হয় তরুণ প্রজন্মের সাথে। বিদেশি ভাষার ব্যবহার ছাড়া টানা এক মিনিট বাংলাতে কথা বলতে বলা হয় তাদের। তবে তারা কেউই শুদ্ধ বাংলায় এক মিনিট কথা বলতে পারেনি। যারা মোটামুটি বলতে চেষ্টা করেছিল, তারা সবাই বিদেশি ভাষার সহযোগিতায় কথা বলেছে।
বিদেশি ভাষার সহযোগিতা ছাড়া শুদ্ধ বাংলায় কথা বলা খুব কঠিন কিনা জানতে চাইলে তারা কেউই এ বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। বরং হাসির ছলে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেছেন।
প্রতিনিয়ত নিজ ভাষা থেকে সরে যাওয়া এবং বিদেশি ভাষার ব্যবহার ছাড়া কথা বলতে না পারাটা দুঃখজনক মনে করে সুশীল সমাজের পক্ষ থেকে গণমাধ্যম কর্মী ও লেখক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, আমরা প্রতিনিয়ত আমাদের মায়ের ভাষা থেকে সরে যাচ্ছি। বর্তমানে তরুণ প্রজন্ম বিদেশি ভাষার ব্যবহার ছাড়া কথাই বলতে পারছে না। এভাবে চলতে থাকলে আমাদের বাংলা ভাষা হারিয়ে যেতে শুরু করবে।
তিনি আরও বলেন, এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা বাংলা শব্দের মতো করেই ব্যবহার করে থাকি। তবে এগুলো সম্পূর্ণ বিদেশি শব্দ। বেশিরভাগ মানুষ এই শব্দগুলো ব্যবহার করে থাকলেও তারা মূলত জানেন না এই শব্দগুলো দেশি নাকি বিদেশি। তবে আমাদের এই বিষয়গুলোতে সচেতন হওয়া খুবই জরুরি।
মন্তব্য করুন