ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির সিএসই বিভাগে নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক

ঢাবির সিএসই বিভাগে নতুন চেয়ারম্যান হলেন ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : সৌজন্য
ঢাবির সিএসই বিভাগে নতুন চেয়ারম্যান হলেন ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : সৌজন্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। আগামী ৩ বছর এই পদে বহাল থাকবেন তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন মো. তারিকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অভ্যর্থনা জানান।

নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান যুগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের। তাছাড়া, দেশের উচ্চশিক্ষায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ক্রমেই বাড়ছে। স্বভাবতই এই বিভাগের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার, বৃহৎ অর্থে বলতে গেলে গোটা জাতির এক ধরনের চাওয়া থাকে। আগামী তিন বছর যথাসাধ্য সেটি পূরণ করার চেষ্টা করব।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সকলের সহযোগিতায় শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সফট স্কিল বৃদ্ধিতে বিশেষ মনোনিবেশ এবং বর্তমান সফলতার ধারা এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব।

এর আগে ঢাবি সিএসই বিভাগের অধ্যাপক থাকাকালীন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞানের এই অধ্যাপক।

শিক্ষাজীবনে ড. আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের গ্রিন নেটওয়ার্কিং রিচার্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করছেন। তার সুপারভিশনে ইতোমধ্যে ৫ জন ছাত্র-ছাত্রী পিএইচডি, একুশ জন মাস্টার্স ডিগ্রি ও শতাধিক আন্ডারগ্রাজুয়েট রিচার্স থিসিস/প্রজেক্ট সম্পন্ন করেছেন।

২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. মো. রাজ্জাক। পরে দক্ষিণ কোরিয়ার কিয়ং হি ইউনিভার্সিটিতে পিএইচডি করেন ২০০৯ সালে। সেখানেই ২০০৯-১১ পর্যন্ত রিচার্স প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের স্টেটফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন ড. মো. আব্দুর রাজ্জাক। দেশ ও দেশের বাইরের খ্যাতিমান জার্নালে ১৮০টির বেশি উচ্চমানের গবেষণা প্রবন্ধ রয়েছে তার। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিজেই জমা হবে অনলাইনে, কতটা ভালো?

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

১০

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

১১

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

১২

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

১৩

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১৪

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১৫

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১৬

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৭

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৮

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৯

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

২০
X