জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন ও আমাদের করণীয়- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক লিটন কুমার প্রামাণিক।
তথ্য অধিকারবিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা (এপিএ) মোহাম্মদ ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তানভীর আহসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন