কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু

নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রি দেশজুড়ে আন্তর্জাতিক চেইন স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলে তৈরি হচ্ছে তাদের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল ‘নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল’, যা কানাডার ব্রিটিশ কলাম্বিয়া শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ও প্রশাসনের অধীনে গ্লোবাল অফশোর স্কুল প্রোগ্রামের অংশ হিসেবে পরিচালিত হবে।

রোববার (১১ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমদ চৌধুরী (অব.) ও কানাডা হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড অন্তর্বর্তীকালীন অ্যাঞ্জেলা ডার্ক, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. আমিরুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনজাম আনসার, কানাডার শিক্ষা মন্ত্রণালয়ের ব্রিটিশ কলাম্বিয়ার আন্তর্জাতিক শিক্ষার পরিচালক অ্যালান শ্রোডার ও নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ক্রিস্টাল জাউস।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমরা অত্যন্ত মেধাবী জাতি। আমরা শুধু মেধাবী জাতি না, আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের শ্রেষ্ঠত্ব সব জায়গাতে প্রমাণ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে আমাদের শতভাগ ছেলেমেয়েকে শিক্ষিত করব, এ রকম একটি টার্গেট আমাদের রয়েছে। এখন আমরা ৭৫ শতাংশে রয়েছি; হয়তো হিসাবে ১-২ শতাংশ এদিক-ওদিক হতে পারে। আমাদের কোয়ালিটি এডুকেশন দরকার। তাহলে মেধার বিকাশ হবে। মেধাবী তরুণরা বেরিয়ে আসবে।

অনুষ্ঠানে জানানো হয়- ব্রিটিশ কলাম্বিয়া অফশোর স্কুল বিগত ৩৫ বছর ধরে বিশ্বের ৮টি দেশে পরিচালিত হচ্ছে। ৯ম দেশ হিসেবে বাংলাদেশে এই স্কুল পরিচালনার অনুমতি পেয়েছে টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রি। এই স্কুলটি সরাসরি ব্রিটিশ কলাম্বিয়া শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত পাঠ্যক্রম, প্রত্যয়িত প্রিন্সিপাল ও শিক্ষকগণ দ্বারা পরিচালিত হবে, যারা কানাডিয়ান নাগরিক। এই স্কুলের শিক্ষার্থীরা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ইত্যাদির মতো কমনওয়েলথভুক্ত দেশগুলোর সব বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত হতে পারবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যেহেতু স্কুলটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং বিশ্বের সেরা র্যাংক স্কুলগুলোর মধ্যে অন্যতম, তাই এটা শিক্ষার জগতে বাংলাদেশকে একটি বিশিষ্ট স্থানে পরিচিত করে তুলবে এবং একইসঙ্গে শিক্ষা খাতে আরেকটি মহৎ উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য দেশ এবং বহির্বিশ্বে একটি দুর্দান্ত ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হবে।

টি. কে. গ্রুপ কর্তৃক স্কুল কার্যক্রম ব্রিটিশ কলাম্বিয়া, কানাডার শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের টি. কে. গ্রুপের সমন্বয়ে নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ২টি ক্যাম্পাস দিয়ে স্কুলের কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ক্যাম্পাস-১, দিলু রোডে অবস্থিত প্রি-স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে এবং ক্যাম্পাস-২ দক্ষিণ কুনিপাড়াতে অবস্থিত স্কুল ভবনের নির্মাণ কার্যক্রম দ্রুততার সাথে চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুর আসনটি বিএনপিকে উপহার দিতে চান শ্রাবণ

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

গাইবান্ধা-৩ আসনে ভোট করতে চান এনসিপির সোহাগ

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ভোটারপ্রতি সর্বোচ্চ যত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

১০

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

১১

উচ্ছেদে গিয়ে হকারদের ঘেরাওয়ের মুখে মেয়র শাহাদাত

১২

নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দেবেন, জিতলে কে হবেন প্রধানমন্ত্রী

১৩

মালবাহীর সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ

১৪

নিজের মতো করে রাজনীতি চালিয়ে যাব : রুমিন ফারহানা

১৫

এনসিপি কত আসনে প্রার্থী দেবে, জানালেন নাহিদ

১৬

জেলেদের দেখে পানিতে নেমে পড়লেন রাহুল গান্ধী

১৭

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৭

১৮

সুদানে কেন মুসলিমদের রক্ত গঙ্গা বইছে?

১৯

মনোনয়ন না পেয়েও তারেক রহমানের ৩১ দফা নিয়ে কাজ করছেন যুবদল নেতা মামুন খান

২০
X