মো. আবুল কালাম আজাদ, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএসে প্রথম কে এই রমজান আলী?

রমজান আলী। ছবি : কালবেলা
রমজান আলী। ছবি : কালবেলা

অজপাড়াগাঁওয়ের স্কুল থেকে এসএসসি পাস করা রমজান আলী স্বপন ৪১তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সারাদেশে প্রথম হয়েছেন। সম্প্রতি প্রকাশিত বিসিএসের ফলে হিসাববিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় মোট ৭৪ জনকে। এর মধ্যে রমজান আলীর অবস্থান সবার ওপরে।

রমজান আলী নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নুরনবীর ছেলে। ২০০৭ সালে বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। ২০০৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে থেকে এইচএসসিতে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। চার ভাই এক বোনের মধ্যে রমজান তৃতীয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়ার সময় থেকেই বিসিএস নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন তিনি। কলেজে বেশ কয়েকজন শিক্ষকের পড়ানোর ধরনে আকর্ষিত হয়ে সেই সময় থেকেই বিসিএসের মাধ্যমে শিক্ষকতার এই মহান পেশায় আসার ব্যাপারে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান তিনি।

রমজান কালবেলাকে জানান, ছাত্রজীবন থেকেই আমি শিক্ষকতাকে মহান পেশা হিসেবে গ্রহণ করার দৃঢ় ইচ্ছা পোষণ করি। পড়তে, পড়াতে, গল্প করতে, অন্যদের অনুপ্রেরণা দিতে বা স্বপ্ন দেখাতে ভালোবাসি আমি। অনেক বিসিএস প্রার্থী শিক্ষা ক্যাডারকে পছন্দক্রমে নিচের দিকে রাখলেও আমি রেখেছিলাম একেবারে প্রথমে। নিজের লক্ষ্যে পৌঁছতে স্নাতক পড়ার সময়ই বিসিএসের প্রস্তুতি শুরু করি।

প্রস্তুতিকে শাণিত করার জন্য বিশ্ববিদ্যালয় ছুটির সময়গুলোকে খুব ভালোভাবে কাজে লাগাতেন তিনি।

গত ৩ আগস্ট বিসিএসের ফল হাতে পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 'আমার ধারণা ছিল ক্যাডার আসবে কিন্তু ফার্স্ট হব এটা কল্পনাও করতে পারিনি। ফলাফলের পিডিএফ ফাইলের সার্চ বক্সে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অবাক হয়ে দেখলাম প্রথম রেজিস্ট্রেশন নম্বরটাই আমার। অসম্ভব ভালো লেগেছিল তখন। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হলে বাড়তি আনন্দ লাগবেই, এটাই স্বাভাবিক।

বিসিএসের রেজাল্ট হাতে পেয়ে প্রথমেই মাকে ফোন দিয়ে দোয়া চান রমজান। মায়ের অনুভূতি জানাতে গিয়ে রমজান বলেন, মা-তো খুশিতে কান্নাই করে দিলেন।

এমন খুশির দিনে নিজের স্কুলশিক্ষকের কথাও ভোলেননি রমজান। স্কুলের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ স্যারকে স্মরণ করেন তিনি।

মা-বাবা ও পরিবারের সদস্যদের পাশাপাশি যারা সবসময় সাপোর্ট দিয়ে গেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রমজান।

বর্তমানে রমজান ৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশ পেয়ে বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, গত ০৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ২ হাজার ৫ শত ২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

১০

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

১১

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১২

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৩

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

১৪

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

১৫

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

১৬

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১৭

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১৮

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

১৯

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

২০
X