২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এই ১৩টি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ জন।
বিদ্যালয়গুলো হচ্ছে- রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, পরীক্ষার্থী চারজন,পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চবিদ্যালয়- পরীক্ষার্থী ৯ জন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী ২৪ জন, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী ৪ জন, নীলফামীর জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী চারজন, কুড়িগ্রাম সদর উপজেলঅর পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী একজন, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী ১১ জন, পুলবাড়ি উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী ৯ জন, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী ৮ জন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী ৮ জন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী ২ জন ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় ৪ জন এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়- পরীক্ষার্থী ১০ জন।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
মন্তব্য করুন