এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে পরীক্ষকের দায়িত্বে থাকা ৩৯ জন শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি দিয়ে কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
জানা গেছে, এসব পরীক্ষকের অবহেলার কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বহু শিক্ষার্থী অকৃতকার্য হয়। পরে খাতা পুনর্নিরীক্ষণ করে দেখা যায়, তারা পাস করেছেন।
মন্তব্য করুন