২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৯৭ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন। এখন এইচএসসির ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন।
শিক্ষার্থীরা ঘরে বসে এ ফলাফল জানতে পারবেন। সেক্ষেত্রে তাদের নির্ধারিত শর্ট কোর্ড ব্যবহার করে 16222 নম্বরে এসএমএস করতে হবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে শর্ট কোড লিখে যে কোনো সিম (জিপি, বাংলালিংক, রবি ও টেলিটক) দিয়ে এসএমএস করা যাবে। ফিরতি এসএমএসে তাকে ফল জানিয়ে দেওয়া হবে।
কোন বোর্ডের শর্ট কোড কী, কীভাবে লিখতে হবে- ঢাকা বোর্ড: HSC DHA 123456 2025 চট্টগ্রাম বোর্ড: HSC CHI 123456 2025 রাজশাহী বোর্ড: HSC RAJ 123456 2025 কুমিল্লা বোর্ড: HSC COM 123456 2025 যশোর বোর্ড: HSC JES 123456 2025 বরিশাল বোর্ড: HSC BAR 123456 2025 সিলেট বোর্ড: HSC SYL 123456 2025 দিনাজপুর বোর্ড: HSC DIN 123456 2025 ময়মনসিংহ বোর্ড: HSC MYM 123456 2025 মাদ্রাসা বোর্ড: ALIM MAD 123456 2025 কারিগরি বোর্ড: HSC TEC 123456 2025
মন্তব্য করুন